শুক্রবার, আগস্ট ২৫, ২০১৭

কালনার সিদ্ধেশ্বরী মোড়ে গণেশ পুজোর মন্ডপ

ছবি ও সংবাদ:মোল্লা জসিমউদ্দিন

মঙ্গলকোটে ঘুরে বেড়াচ্ছে বীরভূমের ছেলে

বহুরূপী তন্ময় বাজিগর ।বীরভূমের শীতল গ্রামে তার বাড়ি ।ভর্তি দুপুর বেলায় কট্টর রোদকে মাথায় নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে মঙ্গলকোটের গণপুর গ্রামে ।মাত্র ৬ বছর বয়সে প্রথম সে বহুরূপী সাজে ।তারপর দেখতে দেখতে অনেক কটা বছর পেরিয়ে গেল ।অভাব তার নিত্য সঙ্গী । আগে তার পিছনে বাচ্চা ছেলেমেয়েরা ছুটত ।এখন সব ফাঁকা । তাই সেভাবে নিজের আর আনন্দ হয় না ।তবুও লুপ্তপ্রায় এই শিল্পটা সে আঁকারে ধরে থাকতে চায় ।কিন্তু কতদিন? উত্তর অজানা । অজানা উত্তর নিয়ে অজানা পথে আজও এগিয়ে চলেছে আনন্দ বহুরূপীরা ।


মালতিপুর বিধায়কের পাশে থাকার আশ্বাস

মালদার বন্যা কবলিত মালতিপুরের দুটি অঞ্চলে এলাকার মানুষদের অভাব অভিযোগ জানতে যান স্থানীয় বিধায়ক আলবেরুনি জুলকারনাইন বাবু।তিনি বলেন " বিধায়ক তহবিল থেকে যতটা পাশে থাকা যায়, ততটা অবশ্যই থাকব".
সংবাদদাতা - প্রতাপ চট্টপাধ্যায়

প্রথম ডিভিশন ফুটবলে শিবাজী সংঘ হারাল তরুণ স্পোটিং ক্লাবকে



অপূর্ব দাস

এক গোলে এগিয়ে থেকেও তরুণ স্পোটিং ক্লাব হারাতে পারল না শিবাজী সংঘকে। বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত স্থানীয় ফুটবল লিগে প্রথম ডিভিশনে শিবাজী সংঘ ২-১ গোলে হারাল তরুণ স্পোটিং ক্লাবকে।

২৫ আগষ্ট রাধারানী স্টেডিয়ামে তরুণ স্পোটিং ক্লাব দ্বিতীয়ার্ধের ১ মিনিটে শিবাজীর বিরুদ্ধে গোল করে এগিয়ে গেলেও খেলার দ্বিতীয়ার্ধের ১৬ মিনিট এবং অতিরিক্ত সময়ে ২টি গোল করে শিবাজী সংঘ ৩ পয়েণ্ট সংগ্রহ করল।

শিবাজী সংঘ এদিন পেনাল্টি থেকে গোল করতে পারেনি। তাদের ফরোয়ার্ড সুরজ বাহাদুর গুরুং পেনাল্টি শর্টটি সরাসরি বিপক্ষ দলের গোলরক্ষকের হাতে তুলে দেন।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ১ মিনিটেই গোল করে এগিয়ে যায় তরুণ স্পোটিং ক্লাব। শিবাজীর স্টপার যুধিষ্ঠির হাঁসদার কাছ থেকে বল কেড়ে নিয়ে গোল করে যায় তরুণ স্পোটিং ক্লাব।

গোল শোধের জন্য মরিয়া হয়ে শিবাজী ১৬ মিনিটে গোল পায়। খেলার অতিরিক্ত সময়ে যুধিষ্ঠির হাঁসদা শিবাজীর পক্ষে জয়সূচক গোলটি করে।

২৪ আগষ্ট প্রথম ডিভিশন ফুটবল লিগে জাগরনী সংঘ বনাম বাবুরবাগ বয়েজ এ্যাসোসিয়েশনের খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয়।

২২ আগষ্ট প্রথম ডিভিশন ফুটবল লিগে কল্যাণ স্মৃতি সংঘ ৩-২ গোলে হারায় বর্ধমান কালিতলা এ্যাথলেটিক ক্লাবকে। দুবার পিছিয়ে পড়েও কল্যাণ স্মৃতি সংঘ শেষ পর্যন্ত জয়ী হয়।

২৬ আগষ্ট শনিবার রাধারানী স্টেডিয়ামে সুপার ডিভিশন ফুটবল লিগে অগ্রদূত সংঘ বনাম আরএইউসি-র খেলা হবে। গত বছরের সুপার ডিভিশনের শিরোপা জয়ী আরএইউসি এই মরশুমে এখনও সবকটি ম্যাচেই জয়লাভ করেছে। আরএইউসির খেলা দেখতে স্থানীয় দর্শকদের মধ্যে উত্সাহ দেখা যাচ্ছে।
      ⚽  ⚽


প্রিয় চিত্রসাথী পত্রিকা, জুলাই/২০১৭

কলকাতার ১০/১ মুলেন স্ট্রিট থেকে প্রকাশিত এই সিনে পত্রিকা।সম্পাদক রাজকুমার দাস নিজে একজন অভিনেতা ও পরিচালক।সিনেমা সাহিত্য বিনোদন মূলক খবর অগ্রাধিকার দেওয়া হয় এই পত্রিকায়।

কুচবিহারে মুসলিমদের গণেশ পুজোয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী

কুচবিহারের ঘুঘুমারী এলাকায় মুসলিমদের গণেশ পুজোয় সামিল উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়। তিনি উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়ে বলেন " বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি যে অটুট, তা ফের এই পুজোয় প্রমাণিত হলো"।
ছবি ও সংবাদ সুজিত ঘোষ

বন্যাদুর্গত পড়ুয়াদের পাশে প্রেস ক্লাব

পুর্ব বর্ধমান জেলায় সাম্প্রতিকতম বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পড়ুয়াদের হাতে বইপত্র তুলে দিল বর্ধমান প্রেস ক্লাব।মুকুল রহমান, সোমনাথ
ভট্টাচার্য, আমজাদ আলী, পুলক যশ দের মত সাংবাদিকরা নিজ উদ্যোগে পড়াশুনায় যাতে বাধা না আসে, সেজন্য বইপত্রের ব্যবস্থা করলো এই সাংবাদিক সংগঠন টি।
সংবাদ ও ছবি মোল্লা জসিমউদ্দিন


মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ১ বিদ্যালয়ে ১২৫ বছর পূর্তি উপলক্ষে সামাজিক দায়বদ্ধতায় রক্তদান শিবির করা হয়। শহীদ শিবশঙ্কর সেবা সমিতি ব্লাড ব্যঙ্কের

সামসুদ্দিনঃ মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ১ বিদ্যালয়ে ১২৫ বছর পূর্তি উপলক্ষে সামাজিক দায়বদ্ধতায় রক্তদান শিবির করা হয়। শহীদ শিবশঙ্কর সেবা সমিতি ব্লাড ব্যঙ্কের সহযোগিতায় ৭০ - ১০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। উপস্থিত ছিলেন মেমারি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত। পরিচালন সভাপতি সহ শিক্ষক শিক্ষিকারা রক্ত দিচ্ছেন।


বৃহস্পতিবার, আগস্ট ২৪, ২০১৭

কালনার সিদ্বেশ্বরীঘাট এলাকায় গণেশ পুজোর উদঘাটনে মন্ত্রী স্বপন দেবনাথ।

ছবি ও সংবাদ: মোল্লা জসিমউদ্দিন


পুর্বস্থলী দক্ষীন চক্রের পরিচালনায় নির্মল বাংলা নিয়ে পড়ুয়াদের র‍্যালি।


ছবি ও সংবাদ: মোল্লা জসিমউদ্দিন




আইনী শিবির মঙ্গলকোট কলেজে

বৃহস্পতিবার বিকেলে মঙ্গলকোটের খুদরুন দিঘীর পাড়ে থাকা সরকারি ডিগ্রী কলেজে আইনী শিবির হয়।কাটোয়া মহকুমা আইনী পরিষেবা কেন্দ্রের সম্পাদক সুশোভন মুখোপাধ্যায় জানিয়েছেন "এই শিবিরে আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিভিল জজরা অংশগ্রহণ করেন"।
ছবি ও তথ্য মোল্লা জসিমউদ্দিন

কাটোয়ার আমডাঙা বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়ারা স্বাস্থ্যবিধি মেনে চলার প্রচারাভিযান চালালো এলাকায়।


ছবি ও সংবাদ: মোল্লা জসিমউদ্দিন


মন্তেশ্বরে এক মন্ডপে গণেশ প্রতিমা।






ছবি ও সংবাদ: মোল্লা জসিমউদ্দিন


বিজেপি বাজপাখির দল : অনুব্রত মন্ডল


মোল্লা জসিমউদ্দিন  : বিজেপি কে বাজপাখির দল বলে মঙ্গলকোটে কটাক্ষ করলেন রাজ্য তৃনমূল নেতা এবং মঙ্গলকোট কেন্দ্রের দলীয় পর্যবেক্ষক অনুব্রত মন্ডল মহাশয়।বুধবার বিকেলে মঙ্গলকোটের কৈচর হাটতলায় বিজেপির বিরুদ্ধে ভারতছাড়ো আন্দ্রোলনের সভায় অনুব্রত মন্ডলের পাশাপাশি ছিলেন বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি দেবু টুডু, ব্লক তৃনমূল সভাপতি অপুর্ব চৌধুরী প্রমুখ।এদিন বিজেপি কে কটাক্ষ করে অনুব্রত বাবু বলেন " সারাদেশে বাজপাখির মত লুটেপুটে খাচ্ছে দুর্নীতিগ্রস্ত দলটি, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে,ওইসব এই বাংলায় চলবেনা"। এরপরে জেলাসভাধিপতি দেবু টুডু রাজ্যসরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির খতিয়ান তুলে ধরেন।তিনি বলেন  " দিদি কন্যাশ্রী, সেভ ড্রাইভ, সবুজশ্রী সহ প্রভৃতি কর্মসূচী যেভাবে নিয়ে চলেছেন, তাতে বাংলার এমন কোন পরিবার নেই যে সূফল পাননি"। ব্লক তৃনমূল সভাপতি অপুর্ব চৌধুরীর কথায়, মঙ্গলকোটে তো বটেই, এই বাংলায় কোথাও সেভাবে বিজেপির কোন ভিক্তি নেই।





আউসগ্রামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার তৈরী এই ঝুড়ি দুটি চলল কলকাতায় ।নির্বাচিত হলে আসন্ন বিশ্ব যুব ফুটবল উপলক্ষ্যে এই ধরনের ঝুড়ি শোভা পাবে যুবভারতী ক্রীড়াঙ্গনে

জোনাকির মতো জ্বলবো আমরা


*পশ্চিমবঙ্গ সরকারের পরিষদীয় বিষয়ক দপ্তরের উদ্যোগে শালবনি ব্লক স্তরের যুব -সংসদ ও প্রশ্নোত্তর প্রতিযোগিতা 2017-2018 চলছে জয়পুর এস টি, এস সি এণ্ড বি সি হাই স্কুলে।এই অনুষ্ঠানে ব্লকের পাঁচটি বিদ্যালয় অংশগ্রহণ করে*

জোনাকির মতো জ্বলবো আমরা


বুধবার, আগস্ট ২৩, ২০১৭

মঙলকোটে বিজেপি ক্ষোভ

সরকারী ক্ষতিপূরণ নিয়ে তৃনমূলের বিরুদ্ধে বিজেপির মঙলকোটের কৈচরে প্রতিবাদসভা।

সিনেমাহলে দেহব্যবসা বাড়ছে পুর্ব বর্ধমানে

সিনেমাহলে দেহব্যবসা বাড়ছে পুর্ব বর্ধমানে মোল্লা জসিমউদ্দিন  : মফস্বল এলাকার সিনেমাহল গুলিতে সিনেমা দেখার দর্শকের থেকে দেহব্যবসার খরিদ্দার বেশি।হ্যা এইধরনের ঘটনার প্রমাণ ক্রমশ প্রকাশ হচ্ছে পুর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায়।সোমবার দুপুরে কাটোয়া শহর সংলগ্ন দাইহাটের শবরী সিনেমাহল ঘিরে ব্যাপক ক্ষোভ দেখা গেল স্থানীয়দের মধ্যে।পরিস্থিতি এমন জায়গায় পৌছালো যে পুলিশ এসে অশান্তিপূর্ণ পরিবেশ নিয়ন্ত্রণে আনে।তবে এই ক্ষোভের আঁচ পেয়ে মক্ষিরানীরা তাদের খরিদ্দারদের নিয়ে চম্পট দেয়।এলাকাবাসীদের অভিযোগ এই সিনেমাহলের মধ্যে বেশ কিছু ঘর ঘন্টায় পাঁচশো থেকে হাজার টাকায় ভাড়া দেওয়া হয় মধুচক্র চালাবার জন্য।সীমান্তবর্তী নদীয়া মুর্শিদাবাদ বীরভূম জেলার পাশাপাশি কাটোয়া এবং কালনা মহকুমা এলাকার অনেকেই দাইহাটের সিনেমাহলটি কে দীর্ঘদিন ধরে মধুচক্র এর আসর বসায়।দাইহাট পুলিশ ফাঁড়ির সাথে মান্থলীর ব্যবস্থা রয়েছে বলে দাবি এলাকাবাসীদের।যারফলে অবাধে চলে এই অসামাজিক কারবার।শুধু দাইহাট নয়, কাটোয়া শহরে একটি সিনেমাহলে চলছে মধুচক্র। এইরূপ অভিযোগ উঠেছে।গত সপ্তাহে গুশকরা শহরে একটি সিনেমাহলে একটি মেয়ে কে নিয়ে দুই খরিদ্দার যুবকের প্রকাশ্য টানাহ্যাঁচড়া করে তুলে নেওয়ার ঘটনা ঘটে।ওই হলে অনুরুপভাবে ঘন্টাপিছু ভাড়া দিয়ে দেহব্যবসা চালাবার অভিযোগ দীর্ঘদিনের।কেন মফস্বল সিনেমাহল গুলিতে মধুচক্র এর আসর বেড়েই চলেছে।কি কারণ?  সিনেমাহল মালিকদের একাংশের দাবি - এখন সিনেমা দেখতে দর্শকরা হলে আসেনা, এরফলে লোকসানের মুখে পড়তে হয়।আর কারা এলো, কারা গেলো তার লিপিবদ্ধ রাখবার  কোন সুযোগ নেই হোটেল/লজগুলির মত।তাই কেউ বাধ্য হয়ে আবার কেউ বেশি রোজগারের আশায় পুলিশের একাংশের সহযোগিতায় দেহব্যবসা চালায় সিনেমাহলের মধ্যে।পুলিশের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।আশ্বাস দেওয়া হয়েছে নজরদারী চালাবার।

নাদনঘাটে বৃক্ষরোপণ

নাদনঘাটে পড়ুয়াদের বৃক্ষরোপণ।
ছবি প্রতাপ চট্টোপাধ্যায়

মঙ্গলবার, আগস্ট ২২, ২০১৭

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অডিটোরিয়াম উদ্বোধন করলেন উচ্চশিক্ষামন্ত্রী

সংবাদদাতা: আজ কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানে এ পি জে আব্দুল কালামের নামে অডিটোরিয়াম উদ্বোধন করলেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী  ড. পার্থ চট্ট্যোপাধ্যায়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য শঙ্কর কুমার ঘোষ, বিধায়ক রুকবানুর রহমান সহ নদীয়া জেলার সমস্ত বিধায়ক ও এমপি।
উক্ত অনুষ্ঠানে পুস্পস্তবক ও উদার আকাশ প্রকাশন এর গ্রন্থ উচ্চশিক্ষা মন্ত্রী ড. পার্থ চট্টোপাধ্যায় এর হাতে তুলে দিয়ে সম্মানিত করেন, উদার আকাশ পত্রিকার সম্পাদক ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূর  শিক্ষা বিভাগের সহ অধিকর্তা ফারুক আহমেদ।
উচ্চশিক্ষা মন্ত্রী ড.পার্থ চট্টোপাধ্যায় অপূর্ব বক্তব্য রাখেন।


OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER