রবিবার, জানুয়ারী ০৭, ২০১৮

মঙ্গলকোটে প্রীতিভোজে সম্প্রীতির মিলন


রাজা চৌধুরী

মঙ্গলকোটের বিধায়ক তথা মন্ত্রী সিদ্দীকুল্লাহ চৌধুরী 500 জন আদিবাসী, ব্রাহ্মণ ও ইমাম সাহেব এবং 1000 জন তৃণমূল কর্মীদের নিয়ে প্রীতিভোজ করলেন । উপস্থিত ছিলেন বর্ধমান

জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক উত্তম সেন গুপ্ত, বিধায়ক নিশিথ মালিক, বিধায়ক নার্গিস বেগম ও নদিয়া জেলার একটি ব্লক সভাপতি এবং তৃণমূলের নেতা ও কর্মীরা।

posted from Bloggeroid

কাটোয়া মহকুমা গ্রন্থাগারের সম্প্রসারিত ভবন


কবিরুল ইসলাম

রবিবার কাটোয়া মহকুমা গ্রন্থাগারের সম্প্রসারিত ভবন উদ্বোধন হল।উপস্থিত ছিলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, কাটোয়া মহকুমাশাসক সৌমেন পাল প্রমুখ।

posted from Bloggeroid

সেহারাবাজার উৎসবে ছোটদের অঙ্গন প্রতিযোগিতা


কৃষ্ণ সাহা

পূর্ব বর্ধমানের রায়নার সেহারাবাজার উৎসব কমিটির উদ্যোগে এলাকার ক্ষু

দে দের নিয়ে ৪টি বিভাগে অঙ্কন প্রতিযোগিতা করা হল।

posted from Bloggeroid

নেতাইতে শহীদ স্মরণে শুভেন্দু অধিকারী


প্রতাপ চট্টপাধ্যায়


বাম জমানায় সিপিএমের হাতে নিহত তৃনমূল কর্মীদের স্মরণে আজ নেতাইতে শহীদ দিবস পালন করলো তৃনমূল।এদিন ছিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী, মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র প্রমুখ।

posted from Bloggeroid

নন্দীগ্রামে শহীদ স্মরণ শুভেন্দু অধিকারীর


প্রতাপ চট্টপাধ্যায়


নন্দীগ্রাম ভূমি অান্দোলনে ২০০৭ সালে আজ এই দিনে সি.পি.অাই.এম-এর হাতে ভরত ,সেখ সেলিম ,বিশ্বজিৎ এই ৩ জন এর উপর আঘাত করেছিল ,সেই আঘাতের ফলে এই ৩জন শহীদ হয়েছিল

,আজ নন্দীগ্রাম সোনাচুরা শহীদমিনারে সেই বীর শহীদদের শ্রদ্ধা জানাতে উপস্থিত এই এলাকার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পরিবহণ মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী।

posted from Bloggeroid

একগুচ্ছ বিধায়কদের নিয়ে প্রীতিভোজ মঙ্গলকোট বিধায়কের

পুলকেশ ভট্টাচার্য



মঙ্গলকোট বিধানসভায় সাঁওতা আদিবাসী পাড়ায় তৃণমূল কংগ্রেস এর প্রীতিভোজ উপস্থিত আছেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সিদ্দীকুল্লাহ চৌধুরী, উত্তম সেন গুপ্ত, বিধায়ক নিশিথ মালিক, বিধায়ক নার্গিস বেগম ও তৃণমূলের কর্মীরা

posted from Bloggeroid

শনিবার, জানুয়ারী ০৬, ২০১৮

ভোজের তদারকি করতে মঙ্গলকোট বিধায়ক

পুলকেশ ভট্টাচার্য



আগামী কাল 500 জন আদিবাসী , ব্রাহ্মণ ও 1000 জন তৃণমূল কর্মী দের নিয়ে প্রীতিভোজ করছেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সিদ্দীকুল্লাহ চৌধুরী।সেই দেখতে মঞ্চে আজ রাতেই হাজির সিদ্দিকুল্লাহ।বিপক্ষ গ্রুপের তরফে বলা হয়েছে - পঞ্চায়েত টিকিট দেওয়ার টোপে খাওয়ান দাওয়ান চলছে।

posted from Bloggeroid

সেহেরাবাজার উৎসব শুরু

কৃষ্ণ সাহা

পূর্ব বর্ধমানের রায়নার সেহারাবাজার ফুটবল মাঠে ৬দিনের জন্য শুরু হল অভিষেক ব্যানার্জি হাত ধরে সেহারাবাজার উৎসব।

posted from Bloggeroid

পঞ্চায়েত টিকিট? তাই মহাভোজ মঙ্গলকোটে

পুলকেশ ভট্টাচার্য

আগামীকাল দুপুরে মঙ্গলকোটের সাওতা আদিবাসীদের মাঠে দেড়হাজার ব্যক্তিদের নিয়ে পিকনিকে সামিল হচ্ছেন এলাকার বিধায়ক তথা রাজ্যের জনশিক্ষা প্রসার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী।এক অনুগামী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন - সাহেব এবার পঞ্চায়েত নির্বাচনের টিকিট দেবেন, তাই এই খুশির আনন্দে এই পিকনিক।যদিও বিধায়ক শিবিরে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

posted from Bloggeroid

হলদিয়ায় দুস্থদের শীতবস্ত্র তুলে দিলেন শুভেন্দু অধিকারী


প্রতাপ চট্টপাধ্যায়



হলদিয়া 17 নং ওয়ার্ড অফিস ও যাত্রী প্রতীক্ষালয়ের শুভ উদ্বোধন , দুস্থ ব্যক্তিদের শীতবস্ত্র বিতরণ করলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়।

posted from Bloggeroid

শুক্রবার, জানুয়ারী ০৫, ২০১৮

মুখ্যমন্ত্রীর জন্মদিনে বস্ত্রবিলি খন্ডঘোষে


কৃষ্ণ সাহা

খণ্ডঘোষ ব্লক যুব তৃণমুল কংগ্রেসের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মদিন উপলক্ষে সেহারা চন্দ্র পল্লী পাড়াতে শীতবস্ত্র দান করা হল।ছিলেন এলাকার জনপ্রিয় নেতা অপার্থিব ইসলাম।

posted from Bloggeroid

নির্মল জেলা প্রাপ্তির পদযাত্রা খন্ডঘোষে


কৃষ্ণ সাহা

নির্মল জেলা ঘোষণা হওয়ায় খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতি ও সগড়াই অঞ্চলের পক্ষ থেকে পদযাত্রা করা হল গোটা এলাকায়।ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির পদাধিকারীরা ছিলেন।

posted from Bloggeroid

রায়নায় বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী


কৃষ্ণ সাহা

পুর্ব বর্ধমানের রায়নায় একটি উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদ্‌যাপন

উপলক্ষে পদযাত্রা।নানা সাংস্কৃতিক অনুস্টান রয়েছে এই বিদ্যালয়ে।

posted from Bloggeroid

বুধবার, জানুয়ারী ০৩, ২০১৮

জঙ্গলমহল উৎসব চলবে ১০ জানুয়ারী পর্যন্ত


সঞ্জয় হালদার

আজ পশ্চিমবঙ্গ রাজ্য জঙ্গলমহল উৎসবের শুভ সূচনা হলো ঝাড়গ্রামে.চলবে আগামী ১০ই জানুয়ারী পর্যন্ত।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তিরাম মাহাত,মন্ত্রী চূড়ামনি মাহাত,মন্ত্রী শ্যামল সাঁতরা,বিধায়ক

শ্রীকান্ত মাহাত,দীনেন রায়,দুলাল মুর্মু, ঝাড়গ্রাম,পঃমেদিনীপুর,বাঁকুড়া পুরুলিয়া জেলার সভাধিপতি ও পঃমেদিনীপুর জেলার জেলাশাসক জগদীশ প্রসাদ মীনা সহ অনান্য আধিকারীক ও লোকশিল্পীরা।

posted from Bloggeroid

ফুরফুরায় সমবেদনা জানাতে সিদ্দিকুল্লাহ

ফুরফুরা শরিফের বর্ষীয়ান পীর সাইফুদ্দীন সিদ্দীকি সাহেবের ইন্তেকাল উপলক্ষে তাঁর

পরিবারকে সমবেদনা জানাতে ফুরফুরায় জমিয়তে উলামায়ে হিন্দের প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার সভাপতি মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেব, রাজ্য সম্পাদক মুফতি রফিকুল ইসলাম সাহেব প্রমুখ।

posted from Bloggeroid

রায়নায় বসছে পথবাতি

কৃষ্ণ সাহা

পূর্ব বর্ধমানের রায়নার সেহারা অঞ্চলে 19টি সংসদে পথবাতি লাগানোর কাজ শুরু হল।এই পথবাতি লাগালে এলাকার পথ নিরাপত্তা বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

posted from Bloggeroid

রক্তাল্পতা দূর করতে বৈঠক মঙ্গলকোটে

মোল্লা জসিমউদ্দিন

বুধবার দুপুরে মঙ্গলকোটের নুতনহাটে এক মঞ্চে বিএমওএইচ ড: প্রনয় ঘোষের নেতৃত্বে এলাকার সমস্ত প্রাইমারী এবং আপার প্রাইমারী প্রধান শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ শিবির হয়।মূলত ১ ম শ্রেনী থেকে ৫ ম শ্রেনীর পড়ুয়াদের আইরণ ট্যাবলেট খাওয়ানো কর্মসুচি নিয়ে চলে পর্যালোচনা।


posted from Bloggeroid


মঙ্গলবার, জানুয়ারী ০২, ২০১৮

হাকোলা বিদ্যালয়ের অনুস্থানে পরিবহনমন্ত্রী

প্রতাপ চট্টপাধ্যায়

আজ পুর্ব মেদনীপুরের মেচেদার হাকোলা বিদ্যালয়ের সুবর্নজয়ন্তী সভায় পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।বিদ্যালয়ের প্রাত্তন ছাত্র, শিক্ষক সহ অনেকেই এসেছিলেন।

posted from Bloggeroid

খড়দহ পুরসভার ডেঙ্গু প্রতিরোধ অভিযান



খড়দহ পুরসভার তরফে শহর জুড়ে চলে ডেঙ্গু প্রতিরোধ অভিযান।বিশাল পদযাত্রায় পা মেলান সুশান্ত মন্ডল (প্রশাসনিক আধিকারিক) সহ পুর কর্তপক্ষ।

posted from Bloggeroid

সোমবার, জানুয়ারী ০১, ২০১৮

তাজপুরে নজরুল মেলা উদ্বোধনে পরিবহন মন্ত্রী


সোমবার পুর্ব মেদনীপুর জেলার তাজপুর কারবালা ময়দানে নজরুল মেলার উদ্বোধন করলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।এছাড়া স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য, সাংসদ শিশির অধিকারী প্রমুখ ছিলেন।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER