ভুলে গেছে খেলা
অরুণাভ চক্রবর্তী
এযুগের শিশুদের নেই বায়না
মা তুমি নাও কোলে,
এখনকার শিশুরা মোবাইল আর
ল্যাপটপ পেলে সব ভোলে।
বলে না মায়েরা এখন ছুটেছুটে
খেলা কর উঠানে মাঠে,
হারিয়ে গেছে শৈশবের খেলাগুলি
স্মৃতি বিস্মৃতির পথেঘাটে।
এক্কাদোক্কা বুড়িবসন্তী কিতকিত
লুকোচুরি রুমালচোর খেলা,
কুমির তোর জলকে নেমেছি খেলে
কেটে যেতো বিকেল বেলা।
ঘরে বসে খেলা হতো চোর পুলিশ
ঘর কাটা আর ইকিড়মিকির,
কতো খেলা তৈরি করতাম সে সময়
খেলার ছড়া কাটতাম বিড়বিড়।
এখন শিশুর নেই মনে সে সারল্য
নাই ভাব সেই বালখিল্য,
হারিয়ে গেছে মিলেমিশে সে খেলা
খু্ঁজে পাবোনা শৈশব বেলা।
শিশুদের বুধ্যাঙ্ক নিয়ে করে মা গর্ব
খেলাধূলার সময় করে খর্ব,
শৈশব নিঙড়ে মানুষ করার যে কল
খেলাধুলা করে কি হবে বল?