এবার পুজোয় আসতে চলেছে সনু পান্ডার নতুন মিউজিক অ্যালবাম। সনু নিগমের নাম সারা বিশ্বে সবাই জানে। সনু নিগম কে গুরুদেব বলে মানে সনু পান্ডা। গান গাওয়ার জন্য বাড়ি ঘর ছেড়ে মুম্বাইয়ের উদ্যেশ্যে পাড়ি দিয়েছিল সে। স্বপ্ন ছিল সনু নিগমের সঙ্গে দেখা করার ও তাঁর পা ছুঁয়ে প্রনাম করার। কিন্তু সেই স্বপ্ন সফল হয়নি তাঁর। অবশেষে কলকাতায় ফিরে আসতে হয় তাঁকে। পুরো ঘটনা শোনার পরেই তাঁর দাদা সোমনাথ পান্ডা তাঁর ছোট ভাইয়ের স্বপ্ন পূরণ করার জন্য আসে মুম্বাইয়ের আন্তজাতিক পুরস্কার প্রাপ্ত পরিচালক সিদ্ধার্থ দাসের কাছে। সব কিছু শোনার পর সিদ্ধার্থ বাবু তাঁর মিউজিক অ্যালবামটি পরিচালনা করতে রাজি হন।
সালটা ২০১৩ ট্যালেন্ট অফ পাকিস্তান নামে একটি ডকোমেন্টারি ছবি করে সারা বিশ্বকে চমকী দিয়েছিলেন সিদ্ধার্থ দাস। ট্যালেন্ট অফ পাকিস্তান ছাড়াও দিল্লী দামেনি গ্যাংরেপ ডকমেন্টারি ছবি করেছেন। এই মাসের শেষের দিকে অ্যালবাম শুটিং এর কাজ শুরু হতে চলেছে।
শুক্রবার, আগস্ট ১৮, ২০১৭
এবার পুজোয় আসতে চলেছে সনু পান্ডার নতুন মিউজিক অ্যালবাম(সনু পান্ডার ভিডিও গান)
OLD POSTED
আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER
-
বাকুঁড়ার কোতলপুর ব্লক তৃনমূল কমিটির পরিচালনায় বিজেপির বিরুদ্ধে প্রতিবাদসভা হয়।উপস্থিত ছিলেন মন্ত্রী শ্যামল সাতঁরা, সাংসদ সৌমিত্র খান, জেলা স...