জাহাঙ্গীর বাদশা
পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া রেল স্টেশনের কাছে রেলের জায়গায় প্রায় 35/30 বত্সর ধরে ব্যবসা করে আসছেন কয়েকশো ব্যবসায়ি। রেল তার নিজস্ব কাজ এর জন্য ওই সমস্ত দোকান উচ্ছেদ করার জন্য নোটিশ জারি করেছিল। তারপরে আতঙ্কিত ব্যবসায়ীরা টিএমসি ব্যানার নিয়ে আন্দোলনে নামে হকাররা। রেলের ডিআরএম সহ জেলার ডিএমকেও লিখিত ডেপুটেশন দেয়।ওকিন্তু রেল কর্তপক্ষ কোন কর্ণপাত না করে বৃহস্পতিবার উছেদ শুরু করেছে।এই উছেদকে ঘিরে কোন রকম গন্ডগোল যাতে না হয়, সেইজন্য বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রায় 500 দোকান উছেদ করা হবে। পাশকুড়া রেল স্টেশন সংলগ্ন এলাকা সৌন্দর্যয়ান এর জন্য এই হকার উছেদ বলে জানা গেছে।