জাহাঙ্গীর বাদশা
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার উত্তরঔসধপুর গ্রামে নবমী মাঝি মাঠে মাছ ধরার জন্য মুগরি পেতে ছিলেন। বৃহস্পতিবার সকালে মাঠে মুগরি তুলতে গিয়ে দেখেন যে, ওই মুগরির ভিতরে প্রায় ছয়ফুট একটি বিষধর সাপ। কেউ বলছেন চন্দ্রবড়া, আবার কেউ বলছেন ময়াল সাপ। এলাকায় চাঞ্চল্য বনদফতর কে জানানো হয়েছে। সাপটিকে দেখার জন্য উত্সুক মানুষ ভিড় জমাছেন।