মোহন সিং
এনসিসির টেন বেঙ্গল ব্যাটেলিয়ানের পক্ষ থেকে আসানসোলে এনসিসি ডে পালিত
হল। আসানসোলের এনসিসি দফতরের সামনে আর্মি ময়দানে এই দিনটি পালিত

হয়।উপস্থিত ছিলেন আর্মি অফিসার ও শহীদ পরিবারের সদস্যরা। এদিন গানে গানে শহীদ সেনাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা অর্পন করার পাশপাশি বিভিন্ন
অনুষ্ঠানের আয়োজন করা হয়।এক সেনা আধিকারিক জানান, ভেদাভেদ দুর করে নিজেদের মধ্যে সদভাব আনতে হবে। ছাত্রছাত্রী বা যুবক যুবতীরাই দেশের ভবিষ্যত।
এনসিসির টেন বেঙ্গল ব্যাটেলিয়ানের পক্ষ থেকে আসানসোলে এনসিসি ডে পালিত
হল। আসানসোলের এনসিসি দফতরের সামনে আর্মি ময়দানে এই দিনটি পালিত
হয়।উপস্থিত ছিলেন আর্মি অফিসার ও শহীদ পরিবারের সদস্যরা। এদিন গানে গানে শহীদ সেনাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা অর্পন করার পাশপাশি বিভিন্ন
অনুষ্ঠানের আয়োজন করা হয়।এক সেনা আধিকারিক জানান, ভেদাভেদ দুর করে নিজেদের মধ্যে সদভাব আনতে হবে। ছাত্রছাত্রী বা যুবক যুবতীরাই দেশের ভবিষ্যত।
posted from Bloggeroid