রবিবার, নভেম্বর ১২, ২০১৭

মেছেদায় ডেঙ্গু সচেতনতা চলছে

জাহাঙ্গীর বাদশা

রাজ্যে যেখানে রোজ রোজ দিনের পর দিন অজানাজ্বর সহ ডেঙ্গু ম্যালেরিয়াতে মৃতুর সংখ্যা বেড়েই চলেছে। রাজ্য সরকার আপ্রাণ চেস্টা করছে দ্রুত ডেঙ্গু রোগকে নিধন করে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে নিয়ে আনতে। বিরোধীরা প্রত্যেক দিন ডেঙ্গু ইস্যু নিয়ে সরব হচ্ছে।সরকার সচেতনতা নিয়ে জোর দিচ্ছে বিভিন্ন বিষয়ের উপর।রবিবার পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেছেদা তে বেসরকারি ভাবে ডেঙ্গু সচেতনতা শিবির ও এলাকায় মশা মারা কামান স্প্রে ব্লিচিং পাওডার ছড়ানো হলো।সেইসাথে মাইক করে এলাকাবাসীদের সচেতনতা করা,হাতে পোস্টার নিয়ে মেছেদা শহর পরিক্রমা করানো হয় এদিন। এক সেচ্ছাসেবী সংগঠন এর কর্মধার ইউনিস আলী জানান -  সরকার সাধ্যমতো চেস্টা করছে তা সত্বেও নিজেদের এলাকা পরিস্কার রাখতে ডেঙ্গু লার্ভা মারতে এবং ডেঙ্গু ও অজানাজ্বর হলে কি কি করতে হবে তা প্রচার করছি।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER