মানস দাস, মালদা
জমিতে জুয়ার আসরের প্রতিবাদ করায় আক্রান্ত চাষী।ঘটনায় অভিযুক্ত জুয়ারীকে পাল্টা মারধর চাষীর পরিবারের।বর্তমানে আক্রান্ত চাষী ও অভিযুক্ত জুয়ারী দুইজনই চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মালদার ইংরেজ বাজার থানার চন্ডীপুর নওদাবাজার এলাকায়।
জানা যায়, ওই এলাকার বাসিন্দা মইম সেখ(২৭) প্রতিবেশী ব্যক্তির তিন বিঘা জমিতে কলাই চাষ করেছেন।তাই প্রতি রাতে জমিতে পাহারা দিয়ে যাচ্চিলেন মইম শেখ।সেমতো বুধবার রাতেও জমিতে পাহারা দিচ্ছিলেন মইম। অভিযোগ সেই জমিতেই জুয়ার আসর বসাই এক্রামুল সেখ সহ দলবল।এরই প্রতিবাদ করতে গেলে এক্রামুল সেখ ধারালো অস্ত্র নিয়ে চরাও হয় মইম সেখের উপর।মইমের মাথায় কোপ লাগে ধারালো অস্ত্রের।এরপর ঘটনার খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে মইমের পরিবার।পাল্টা মারধর করা হয় অভিযুক্ত এক্রামুল শেখ।রাতে দুইজনকেই স্থানীয়রা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।এদিকে আক্রান্ত চাষীর পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় জুয়ারী এক্রামুল শেখের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।ঘটনার তদন্ত নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।