সাধন মন্ডল
শনিবার বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগ বড়জোড়া থানার পরিচালনায় একটি রক্তদান শিবির হয়ে গেল বড়জোড়া থানার মাঠে। সেই সঙ্গে উজ্জীবন প্রকল্পের উদ্বোধন করেন বাঁকুড়ার পুলিশসুপার সুখেন্দু হীরা মহাশয়। এই প্রকল্পের মাধ্যমে সাহায্য করা হবে সমাজে অবহেলিত বরিষ্ঠ নাগরিকদের। যাদের দেখাশোনার কেউ নেই বা যারা বাড়িতে খারাপ ব্যবহারের শিকার। আজকের রক্তদান শিবিরে মোট 63 জন রক্ত দান করেন। রক্তদান শিবিরের উদ্বোধন করেন বড়জোড়ার সমষ্টিউন্নয়ন আধিকারিক পঙ্কজ আচার্য মহাশয়। উপস্থিত ছিলেন জেলা পুলিশসুপার সুখেন্দু হীরা, আইসি অরূপ সরকার,সমাজসেবী জহর ব্যানার্জি,জেলাপরিষদের কর্মাধ্যক্ষ সুখেন বিদ,সমাজসেবী অলোক মুখোপাধ্যায়,এবং বিশিষ্ট চিকিত্সক ড:অশোক সেন গুপ্ত।