রাজকুমার দাস
তিন বৃদ্ধ তাদের সংসারে যেন ক্রমশ গুরুত্বহীন হয়ে পডছেন, কিন্তু তার মধ্যে রয়েছে অসীম ধৈর্য্য, তাই লড়াই করে জীবন যন্ত্রণার মাঝেও তারা বুড়ো বয়সে যে কোনো অংশে কম যায়না তা উক্ত ছবির মূল গল্প।পরিচালক রাজ মুখার্জী। নাম ভূমিকায় অভিনয় করেছেন সৌমিত্র চ্যাটার্জী কে।পাশাপাশি মনোজ মিত্র, সমীর,প্রতীক সেন,দেবলীনা কুমার,অনুরাধা রায় প্রমুখ।২৪ শে নভেম্বর ছবিটি মুক্তি পাওয়ার আগে ছবির মিউজিক রিলিজ হয়ে গেল ।আর্টিজ ও ইনকোদা মুভিজ যৌথ ভাবে প্রযোজনা করেছে।অনুপম রায় এর সংগীত পরিচালনায় একটি মাত্র গান আছে ছবি জুড়ে।বাস্তব জীবনের প্রতিটি মানুষের মধ্যে যা ঘটে সেটাই এই ছবির গল্প উঠে এসেছে।ছবিতে সামাজিক বার্তা সকলের
কাছে পৌঁছে দিতে মিউজিক রিলিজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা দেব,ঋতুপর্ণা সেনগুপ্ত,সুদেশনা রায় সহ বিভিন্ন বিশিষ্ট্য মানুষরা।'চল কুন্তল' সৌমিত্র চ্যাটার্জী র অভিনয়ে সমৃদ্ধ।দর্শকদের ভালো লাগবে এই আশা প্রযোজকদের।
posted from Bloggeroid