রবিবার, ফেব্রুয়ারী ১৮, ২০১৮

রানিনগরে নাবালিকার দেহ উদ্ধারে উত্তেজনা

ভাস্কর ঘোষ

সর্ষে ক্ষেত থেকে বছর এগারোর এক নাবালিকার মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়াল। শুক্রবার রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগর থানার মহাদেবপুর গ্রামে । পুলিশ জানিয়েছে, মৃতার নাম অনিতা শীল (১১)। রানিনগর থানার মহাদেবপুর গ্রামে তার বাড়ি। শনিবার সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ডোমকল মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃতার বাবা বিজয় শীল রানিনগর থানায় লিখিতভাবে খুনের অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতার বাবা বিজয় শীল বলেন, আমার মেয়ে আমাকে খাবার দিয়ে মাঠের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। সেই সুযোগে কেউ তাকে একা পেয়ে ধর্ষণ করে প্রমান লোপাটের জন্য খুন করে মাঠে সর্ষে ক্ষেতের মধ্যে ফেলে দিয়ে গেছে। ঘটনায় আসল দোসীকে পুলিশ চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেক। যাতে কেউ আর এই ধরনের অপরাধ করতে সাহস না পায়।
রানিনগর থানার পুলিশ বলে, মহাদেবপুর গ্রামের এক নাবালিকার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি আজ সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। খুনের কেশ ঋজু করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে রানিনগর থানার পুলিশ।
    মৃতার পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , রানিনগরের লাড্ডু মোরে বিজয় শীলের একটি সেলুন রয়েছে। শুক্রবার দুপুরে অনিতা সেখানে ববাবার জন্য খাবার দিতে যায়।  বাবাকে খাবার দেওয়ার পর মেঠো পথ দিয়েই বাড়ি ফিরছিল ওই নাবালিকা। তখন কে বা কারা মেয়েটিকে ধর্ষণ করার পর প্রমান লোপাটের জন্য তাকে খুন করে সর্ষে ক্ষেতের মধ্যে লুকিয়ে রেখেছিল। এদিন বিকেল নাগাদ মেয়ে বাড়িতে না পৌছানোয় খোঁজাখুজি  শুরু হয়। কোথাও তাকে খুজে পাওয়া যায়না। সন্ধ্যেয় মাঠ থেকে বাড়ি ফেরার পথে স্থানীয়রা তার মৃতদেহটি সর্ষে ক্ষেতের মধ্যে পরে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে রানিনগর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER