শ্যামলাল মকদমপুরী
আমরা এবার কুমুদ সাহিত্য মেলায় যাঁদের সম্মান জানাতে চলেছি অধ্যাপক ড: অমল পাল ( কুমুদ রত্ন), গবেষক তাপস বন্দ্যোপাধ্যায় (লোচনদাস রত্ন), পত্রলেখক সুব্রত রায় (নুরুল হোদা রত্ন), লিটিল ম্যাগাজিন সম্পাদক বিক্রমজিত মন্ডল (শান্তিনিকেতন রত্ন), সমাজসেবী অমরচাঁদ কুন্ডু ( কেতুগ্রাম রত্ন), কবি কার্তিক চক্রবর্তী (মাধবডিহি রত্ন), সাংবাদিক সুদিন মন্ডল (ভাতার রত্ন), পত্রিকা সম্পাদক সেখ সামসুদ্দিন (মেমারী রত্ন), প্রত্ন উৎসাহী সেখ কাওসার আলী (কেশব রত্ন)।
আগামী ৩ রা মার্চ মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের বসতভিটে মধুকর প্রাঙ্গণে তিন শতাধিক কবি /সাহিত্যিক /সাংবাদিক /লেখক/সাংস্কৃতিক প্রেমীরা আসছেন। আপনিও আসুন সপরিবার।