মঙ্গলবার, মার্চ ১৩, ২০১৮

ও জীবনযুদ্ধে লড়ছে

সুরজ প্রসাদ

বর্ধমান শহরের রথতলা এলাকার বাসিন্দা রাজদেব। সে রথতলা মনোহর দাস বিদ্যানিকেতন থেকে এবার পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার সেন্টার পড়েছে কৃষ্ণপুর হাইস্কুলে। রাজদেবকে পরীক্ষা দিতে নিয়ে আসা তার দাদু গোবিন্দচন্দ্র ধর জানান, রাজদেব ৭৫ % প্রতিবন্ধী। তার ডান হাত অসার, আঙ্গুল গুলি বাঁকা। শরীরের ডানদিক দিয়ে সে বলতে গেলে কিছুই করতে পারেনা। শুধু তাই নয় ছোটবেলাতেই সে হারিয়েছে মা কে। তাও মনের জোরকে সঙ্গী করে সে পড়াশুনা চালিয়ে যাচ্ছে। আজ সবার মতই সে মাধ্যমিক পরীক্ষায় বসেছে। লেখার ক্ষমতা নেই তাই এলাকার নবম শ্রেণীর ছাত্র সায়ন দাসকে রাইটার হিসাবে নিয়েই পরীক্ষা দিচ্ছে সে। পরীক্ষায় সফল হয়ে শিক্ষকতা করার লক্ষ্য তার।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER