সুরজ প্রসাদ
বর্ধমান শহরের রথতলা এলাকার বাসিন্দা রাজদেব। সে রথতলা মনোহর দাস বিদ্যানিকেতন থেকে এবার পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার সেন্টার পড়েছে কৃষ্ণপুর হাইস্কুলে। রাজদেবকে পরীক্ষা দিতে নিয়ে আসা তার দাদু গোবিন্দচন্দ্র ধর জানান, রাজদেব ৭৫ % প্রতিবন্ধী। তার ডান হাত অসার, আঙ্গুল গুলি বাঁকা। শরীরের ডানদিক দিয়ে সে বলতে গেলে কিছুই করতে পারেনা। শুধু তাই নয় ছোটবেলাতেই সে হারিয়েছে মা কে। তাও মনের জোরকে সঙ্গী করে সে পড়াশুনা চালিয়ে যাচ্ছে। আজ সবার মতই সে মাধ্যমিক পরীক্ষায় বসেছে। লেখার ক্ষমতা নেই তাই এলাকার নবম শ্রেণীর ছাত্র সায়ন দাসকে রাইটার হিসাবে নিয়েই পরীক্ষা দিচ্ছে সে। পরীক্ষায় সফল হয়ে শিক্ষকতা করার লক্ষ্য তার।