ওয়াসিম বারি
উঃ ২৪ পরগনার বাদুড়িয়াতে স্থানীয় জনগনের অভিযোগের ভিত্তিতে মরা মুরগি বিক্রিয়কারী অসাধু ব্যবসায়ীদের বাগে আনতে আজ বাদুড়িয়া পৌরসভার পৌরপ্রধান শ্রী তুষার সিংহ মহাশয় বাদুড়িয়ার বিভিন্ন মুরগী ফার্ম পর্যবেক্ষণে যান। ফার্মারদের সঙ্গে নিয়ে তিনি মরা মুরগি মাটির নীচে পুতে ফেলেন। পৌরপ্রধান ফার্মার সহ সাধারণ মানুষের সামনে মরা মুরগি খাওয়ার ফলে স্বাস্থ্য সম্বন্ধীয় ক্ষতিকর দিক গুলো তুলে ধরে মরা মুরগি বিক্রি থেকে বিরত থাকার আবেদন জানান। এছাড়াও তিনি আজ সাংবাদিক সাক্ষাতকারে বলেন - অসাধু মরা মুরগি ব্যবসায়ীদের প্রশাসনের মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে এবং মরা মুরগি বিক্রিয়কারী ফার্মারদের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে।