সৈয়দ রেজওয়ানুল হাবিব
বাংলাদেশের সাতক্ষিরা থেকে দালাল মারফত অবৈধভাবে ভারতে ঢুকে মুম্বাই যাওয়ার পথে স্বরূপদাহবাজার সংলগ্ন এলাকা থেকে স্বরুপনগর থানার পুলিশ ২ শিশু ১জন মহিলা সহ মোট ৫ জন কে আটক করে, বসিরহাট আদালতে পাঠাল আজ ১৯শে মার্চ সকালে। পুলিশ সূত্রে জানা যায় দালাল এর খোজ করছে তারা৷