সোমবার, মার্চ ১৯, ২০১৮

মাদ্রাসা বোর্ডে মাধ্যমিক পরীক্ষায় অনিয়ম পূর্ব বর্ধমানে



মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা চলছে বর্ধমান হাই মাদ্রাসায়।কুলগড়িয়া, মেমারী,ওড়গ্রাম ও আটাঘর সহ বেশ কয়েকটি হাই মাদ্রাসার ছেলেমেয়ে রা ওই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। কিন্তু, প্রশ্ন উঠেছে  বাইরে থেকে টিচার এনে গার্ড দেওয়া কে নিয়ে।কুলগড়িয়া গার্লস হাই মাদ্রাসার  মেয়েরা ওই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে, অথচ ওই মাদ্রাসার  শিক্ষিকারাই ওখানে গার্ড দিচ্ছেন।গার্জেন ও অন্যান্য মাদ্রাসা র অভিযোগ, এতে করে ওই সব মাদ্রাসার টিচার দের থেকে তাদের ছেলে মেয়েরা বাড়তি সুবিধা নিচ্ছে। এব্যাপারে, ওই সেন্টার থেকে জানা যায়, ওই টিচার দের তাদের মাদ্রাসার ছেলেমেয়েদের ঘরে গার্ড দিতে দেওয়া হয় না। ফলে, অসুবিধা হওয়ার কথা নয়। তবে, এই মন্তব্যে অভিভাবক রা খুশি নন।তারা বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষ কে জানাবেন বলে জানা গেছে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER