সুরজ প্রসাদ
বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে শাখা অনাময় হাসপাতালে ট্রমা কেয়ারের উদ্বোধন হল। সোমবার ট্রমা কেয়ার সেন্টারের অানুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে ছিলেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপ্যাল সুকুমার বসাক, সুপার উৎপল দাঁ, ডেপুটি সুপার অমিতাভ সাহা। ডেপুটি সুপার জানান, এই ট্রমা কেয়ার ইউনিটে ১২টি ক্রিটিক্যাল কেয়ার বেড, ৮টি জেনারেল বেড এবং চারটি চাইল্ড বেড থাকবে। মোট বেড থাকবে ২৪ টি। কয়েক কোটি টাকা ব্যয়ে রাজ্যের অন্যতম অত্যাধুনিক ট্রমা কেয়ার নির্মিত হয়েছে। ২৪ পরগণার পৈলানের সভা থেকে মুখ্যমন্ত্রী এই ট্রমা কেয়ারটির উদ্বোধন করেন এদিন।