সঞ্জয় হাল্দার
জেনিভাতে রাষ্ট্রপু্ঞ্জের ১৭৮টি দেশ নিয়ে অধিবেশন চলছে উক্ত অধিবেশনে এই প্রথম ভারতীয় দের হয়ে প্রতিনিধিত্ব করছেন প্রথম সাঁওতালি নারী ঝাড়গ্রাম লোকসভার সাংসদ মাননীয়া ড:উমা সরেন মহাশয়া ।.ড.উমা সরেন তার গর্বের বাংলা নিয়ে নিজের ভাষায় বক্তব্য দেন।