তথাগত চক্রবর্তী
গত সোমবার রাতে নলহাটি থানার লোহাপুরে রেল লাইনের ধারে আগুনে পুরে ছাই হয়ে গেল দশটি দোকান ।রামপুরহাট থেকে দমকল এলেও রক্ষা হইনি ।দোকানদারদের অভিযোগ কেউ এই আগুন লাগিয়ে দিয়েছে ।তবে দমকল কর্মীদের অনুমান বিদ্যুতের শটসার্কিটের ফলেই আগুন লেগেছে ।