বুধবার, মার্চ ০৭, ২০১৮

বাঁকুড়া তারকেশ্বর রেললাইনের অচলাবস্থা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

শুভেন্দু তন্তুবায়

দু'দিনের জেলা সফরে এসে বুধবার বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক ও সরকারী কাজের পর্যালোচনা করতে আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জেলার বিভিন্ন দপ্তরের কাজের পর্যালোচনা করেন।
একই সঙ্গে জেলার বেশ কিছু চালু প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশও দেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন পি.এইচ.ই ও পি.ডব্লু.ডি দপ্তর নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। তিনি এই দুই দপ্তরকে সমন্বয় সাধন করে একসাথে কাজ করার নির্দেশ দেন।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিডিও-থানার পুলিশ আধিকারীকদের সাথেও কথা বলেন। তাদের নিজের নিজের এলাকায় জনসংযোগ বৃদ্ধির কথা বলেন।জেলার পর্যটন শিল্পের বিকাশে যথেষ্ট উদ্যোগী রাজ্য সরকার। সেই কথা স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মুকুটমনিপুরে হোম ট্যুরিজমের উপর জোর দিতে হবে। একই সঙ্গে বাঁকুড়া-তারকেশ্বর রেল লাইন পাতার কাজ মাঝ পথে আটকে থাকা নিয়েও যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, কয়েকজন একটু জমি নিয়ে সমস্যা করছে। আর তাতেই আটকে যাবে এতোবড় একটা প্রকল্প। রেল তো তাদের ক্ষতিপূরণ দিচ্ছে। আমি কেন্দ্র-রাজ্য প্রকল্পের বিভেদ করিনা। উন্নয়নের স্বার্থে আর জয়রামবাটি, কামারপুকুর, তারকেশ্বর এই তিন তীর্থ ক্ষেত্রকে একসাথে জুড়ে দেবে এই রেলপথ। এই কাজ শেষ করতেই হবে।
রুখা-শুখা বাঁকুড়ায় প্রতিবছর গ্রীষ্মে জল সংকট একটা জ্বলন্ত সমস্যা। সেকারণেই এখন থেকেই সংশ্লিষ্ট দপ্তর ও পৌরসভা গুলিকে উদ্যোগী হতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পর্যাপ্ত পানীয় জলের টিউবওয়েল, ট্যাঙ্কারের ব্যবস্থা করার কথা বলেন। এদিনই তিনি জেলার বাঁকুড়া, বিষ্ণুপুর ও সোনামুখী পৌরসভাকে নিয়ে একটি কমিটি গঠনের কথা বলেন। যার ফলে উন্নয়নমূলক কাজ করতে সুবিধা হবে বলে তিনি জানান।তিনি বলেন এইজেলা ডিম ও বীজ উৎপাদনে অগ্রণী ভূমিকা নিয়েছে ।কৃষি ক্ষেত্রে আরও এগোতে হবে ।বেসরকারি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সমস্যার কথা এদিন শোনেন মুখ্যমন্ত্রী। সব রকম সহযোগীতার আশ্বাস দেওয়া হয়। এছাড়াও এদিন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নতুন মর্গ তৈরির নির্দেশ দেন তিনি। তিনি বলেন, মৃতদেহ সংরক্ষণ ও সৎকার যাতে ঠিকমতো হয় তা দেখতে হবে।
নদী ভাঙন রোধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্য সরকার সে বিষয়ে যথেষ্ট উদ্যোগী। সব কাজ হবে। একই সঙ্গে জনপ্রতিনিধিদের কাছে তার কড়া বার্তা নিজেরা কাজ করুন ও করিয়ে নিন। আমার কানে বিষয়টি তুলে দিয়ে দায় ঝেড়ে ফেলবেননা।এই কাজ বরদাস্ত করবোনা বলেও তিনি স্পষ্টতই জানিয়ে দেন।
উপস্থিত ছিলেন জেলাশাসক ,সভাধিপতি,জেলা পুলিশ সুপার ,জেলার  তিনটি পুরসভার চেয়ারম্যান, শাসক দলের বিধায়ক, সাংসদ অন্যান্য জনপ্রতিনিধিরা সহ বাইশটি ব্লক, তেইশটি থানার আধিকারীকরা সহ অনেকেই।
মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ঘিরে বাঁকুড়া শহর জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দু'দিনের বাঁকুড়া জেলা সফর শেষে আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা ফিরে যাওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER