সৈয়দ রেজওয়ানুল হাবিব
জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া গাইঘাটা ডি.পিসির উদ্যোগে বাগনা গাইঘাটা মিলন মন্দিরে ১৩ ই মার্চ সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ বিতরন করা হলো৷স্থানীয়রা দলে দলে এই বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে এসে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ সংগ্রহ করেন।সাথে সাথে জে.আই,সির এই উদ্যোগ কে সাধুবাদ জানান।