সুদিন মন্ডল
সোমবার নমিনেশন জমা দেওয়া কেন্দ্র করে ভাতারে যে রাজনৈতিক অশান্তির আগুনে পুড়ে ছাই হয়ে যায় ভাতার এর সিপিএম পার্টি অফিসের কাগজপত্র, পাশাপাশি ভাঙচুর হয় চেয়ার,টেবিল,মোটরসাইকেল সহ আরও নানান সামগ্রী বলে অভিযোগ। এই মর্মে ভাতার থানায় সিপিএম এর তরফ থেকে একটি অভিযোগও জমা হয়।অন্যদিকে মঙ্গলবার বিকালে সিপিএম এর উচ্চ নেতৃত্ব ভাতার পার্টি অফিস পরিদর্শনে আসে ছিলেন আভাস রায়চৌধুরী, অমল হালদার,অচিন্ত্য মল্লিক,গণেশ চৌধুরী,উদয় সরকার প্রমুখরা।