সৈয়দ রেজওয়ানুল হাবিব
স্বরূপনগর ব্লকের এস,জি.এস.ওয়াই হল প্রাঙ্গনে চলছে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার পালা'৷শাসক দলের পক্ষ থেকে এদিন মনোনয়ন জমা দেওয়া হয়।সাথে সি.পি.আই.এম ও বি.জে পির দলীয় প্রার্থীরাও মনোনয়নপত্র জমা করতে আসে।শান্তি শৃংখলা বজায় রেখে এদিন প্রত্যেকে মনোনয়ন পত্র পেশ করে। মনোনয়ন পেশ চলবে আগামী ৯ই এপ্রিল পর্যন্ত৷