সুকান্ত ঘোষ
নিহত সাংবাদিক ভাস্কর খুন রহস্য উদঘাটনে আমরা ( কাটোয়া সাবডিভিশনাল প্রেস কর্নার) চিঠি দিচ্ছি মাননীয় রাজ্যপাল কে।আমরা প্রাথমিকভাবে মনে করেছি, সালার থানার নথিভুক্ত সাংবাদিকের স্ত্রীর এফআইআর ঠিকমত লেখা হয়নি।হয় স্ত্রীর মানসিক অবস্থা ভেঙ্গে যাওয়ার জন্য, কিংবা এফআইআর এর বয়ান লেখা 'ল'ক্লার্ক এর অনভিজ্ঞতার জন্য।আমাদের কিছু প্রশ্ন, কিছু সুত্র তথ্যসংবলিত ভাবে রাজ্যপাল কে জানাব।পরবর্তীক্ষেত্রে হাইকোর্টে রিট পিটিশন করতে পারি।নিহত সাংবাদিক আমাদের চারটি পোর্টাল নিউজে যে নির্ভীকতা সংবাদ পরিবেশন করেছে।তার খুনে খুনিদের বিচার না হলে আমরা অমানুষ হিসাবে প্রতিপন্ন হব।উল্লেখ্য গত ১৩ এপ্রিল মুর্শিদাবাদ জেলার সালার থানা এলাকায় সন্ধেবেলায় শ্বশুরঘর থেকে নিজ বাড়ী (১০ কিমি দুরত্ব) আসার পথে খুন হয় ভাস্কর ঘোষ।প্রথম পর্যায়ে পথ আটকানো মুখে গামছাবাঁধা দুষ্কৃতী মারধোর করলেও, পরবর্তীতে আক্রান্ত সাংবাদিক বেশ কয়েকজন কে হোয়াটস আপে জানালে খুন হতে হয়।তারা কারা? তাদের কলডিটেল, মোবাইল লোকেশন, হোয়াটস আপ চ্যাট প্রভৃতি পরীক্ষা করার দাবির পাশাপাশি আরও কিছু দাবিপত্র নিয়ে আমাদের চিঠি যাবে রাজ্যপাল সহ বিভিন্ন দপ্তরে।