মানস দাস,মালদা
দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত হলেন এক যুবক। ঘটনায় আহত আরও দুই যুবক। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার ভাদো ব্যাঙ্ক মোর সংলগ্ন এলাকায়।ঘটনায় পরিবারে শোকের ছায়া।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সেখ বিটন(১৯)। কাহালা হরোগোবিন্দপুর গ্রামেরই বাসিন্দা। আহত আরো দুই তরুণের নাম এসানুর আনসারী(২১) ও সেরাজুল ইসলাম(২০)। তাঁদের বাড়ি রতুয়ার পূর্ব চৌধুরী মোড়ে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,সোমবার বিকেলে সেখ বিটন নামের ওই তরুণ বাইকে করে চাঁচলের দিক থেকে রতুয়ার দিকে যাচ্ছিল এবং অপর দুই যুবক একটি বাইকে করে রতুয়া থেকে চাঁচলের দিকে যাচ্ছিল।ভাদো ব্যাঙ্ক মোরের সামনে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।দুর্ঘটনায় জখম ওই তিন বাইক আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে রতুয়া ব্লক প্রাথমিক স্বাস্থকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা সেখ বিটন নামক যুবককে মৃত বলে ঘষণা করেন। বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।স্থানীয়দের মতে বাইক আহরীরা হেলমেট হীন অবস্থায় ছিলো।