সাধন মন্ডল
রাঙ্গামাটির জেলা বাঁকুড়ার জেলা পরিষদও তৃনমূল কংগ্রেসের দখলে।৪৬ টি আসনের ২৬ টি আসনে বিনাপ্রতিদ্বন্দীতায় জয়লাভ করেছে তৃনমূল কংগ্রেসের প্রার্থীরা। বিরোধীরা এই জয়কে কটাক্ষ করলেও শাসক দলের নেতৃবৃন্দ বলেন " মমতা ব্যানার্জীর উন্নয়নের কাছে মানুষ আত্মসমর্পণ করেছেন। ২০১১ সালে মমতা ব্যানার্জীর নেতৃত্বে সরকার গঠনের আগে পয্যর্ন্ত স্বাধীনতার এত বছর পরেও জঙ্গলমহলের গ্রামগুলোতে ছিলনা বিজলী বাতি, উপযুক্ত রাস্তা,বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্হা,বাসকরার জন্য একটুকরো ঘর, চিকিৎসা পরিষেবা সহ কন্যাশ্রী,যুবশ্রী,সহ এলাকায় শান্তিপ্রতিষ্ঠা। এইজন্যই আজ চারিদিকে মমতা ব্যানার্জীর জয়জয়কার।বিরোধীরা এই উন্নয়নটা মানতে পারছেন না। এটা দুর্ভাগ্য। " সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্রনাথ ঘোষ বলেন" যারা সমালোচনা করছেন তারা বিরোধীতার জন্যই বিরোধীতা করছেন। " রাইপুর বিধানসভার বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু বলেন " যারা সন্ত্রাসের কথা বলছেন তারা সারেঙ্গায় এসে দেখে যাক সম্প্রীতি কাকে বলে। এখানে শাসক,বিরোধী একসাথে বসে মনোনয়নপত্র দাখিল করছ।" এটাই জঙ্গলমহলের গর্ব।