মানস দাস, মালদা
বোনকে কটুক্তি ও মারধোরের প্রতিবাদ করায় দাদাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠলো ৬ প্রতিবেশীর বিরুদ্ধে।এই ঘটনায় আক্রান্ত হয়েছে দুই স্কুল ছাত্রী সহ একই পরিবারের মোট চার জন। আক্রান্তরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, বুধবার রাতে গাজোল থানার রাজারামচক গ্রামে। আক্রান্তরা হলেন,রবিউল সেখ(২২),রুকসেনা খাতুন(১৮),সারমীনা খাতুন(১৫)ও টগরী বিবি(৪০)। অভিযুক্ত,সেন্টু সেখ,নাজির হোসেন সহ মোট ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের গাজোল থানায়। জানা গিয়েছে, অভিযুক্ত নাজির হোসেনকে কেও বা কারা পাগল বলে। তা নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে নাজির হোসেন। সেই ঘটনার প্রতিবাদ করে স্কুল পড়ুয়া সারমিনা খাতুন। তখনই ওই ছাত্রিকে মারধোর করে বলে অভিযোগ। বাধা দিতে গেলে পরিবারের অন্য সদস্যদেরও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠে ৬ প্রতিবেশীর বিরুদ্ধে। রাতেই আহতদের উদ্ধার করে গাজোল গ্রামীন হাসপাতালে ভরতি করে পরিজনেরা। সেখান থেকে ২ জনকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে কি কারনে এই ঘটনা তা তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ। এ বিশয়ে টগরী বিবি জানান, আমার মেয়েকে কটুক্তি ও মারধোর করছিল।ছেলে প্রতিবাদ করায় হামলা চালায় তারা।