ওয়াসিম বারি
গভীর রাতে ঘুমন্ত তৃণমূল কর্মী কে জানালা দিয়ে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ,
হাসপাতালে স্বামী, স্ত্রী ৷গোপালনগর থানার সুন্দর পুর এলাকায় আজ রাত বারটা নাগাদ ঘুমন্ত অবস্থায় অজীত দেবনাথ (৫o) নামে এক তৃণমূল কর্মী কে জানালা দিয়ে গুলি করে পালিয়ে গেল দুষ্কৃতিরা।অজীত দেবনাথের ডান পায়ে আঘাত লাগে এবং তার স্ত্রী পদ্ম দেবনাথের বাম পা জখম হয়৷ স্থানীয়রা তাদের দ্রুত বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে এলে ডাক্তার অজীত দেবনাথ কে কলকাতায় রেফার করে ৷ স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মত আজও অজীত বাবু ও তার স্ত্রী পায়ের দিকের জানালা খুলে ঘুমাচ্ছিল ।হঠাৎ তিব্র শব্দে ঘুমভেঙে যায় অজীতের পাশের বাড়ির লোকেদের ৷ তারা ছুটে এসে দেখে আক্রান্তর ডানপায়ে আঘাত লেগে খুব রক্তপাত হচ্ছে এবং তার স্ত্রী ও যন্ত্রনায় ছটপট করছে ৷ দ্রুত তাদের বনগাঁ হাসপাতালে নিয়ে আসে গ্রামের লোকেরা ।
আজীত দেবনাথ বলে আমর সাথে করো শত্রুতা নেই, আমি তৃণমূল কর্মী, জানালা খোলাছিল তীব্র শব্দে ঘুম ভাঙার পর বুঝতে পারি কেউ আমায় খুন করবার জন্য গুলি করেছে ৷ আমার ডান পায়ে গুলির আঘাত লেগেছে। ঘটনার তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ৷