ওয়াসিম বারি
বাড়িতে পালিতা নাবালিকা আত্মীয়ের সঙ্গে শারীরিক সম্পর্কের কথা জেনে ফেলায় স্ত্রী তাজমিরা বিবি কে গলায় শাড়ি জড়িয়ে ফাঁস দিয়ে খুন করার অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে ৷ ঘটনা টি ঘটেছে বাদুড়িয়া থানার বাগজোলা তে ৷ মৃত তাজমিরা বিবির ভাই ও পালিতা নাবালিকা বাদুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে৷ লিখিত অভিযোগের ভিত্তিতে জামশেদ মন্ডল কে গ্রেফতার করেছে উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া থানার পুলিশ। পুলিশের কাছে স্ত্রী কে খুনের কথা কবুল করেছে ধৃত ৷