মানস দাস,মালদা
সিঁদুর ফেলে তুকতাক করার অভিযোগ তুলে শালক এবং জামাইবাবুকে বাঁশ ও ইট দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল প্রতিবেশী এক পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, সোমবার সকাল আটটা নাগাদ, মোথাবাড়ি থানার গীতামোর এলাকায়। আক্রান্তদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে আক্রান্তরা হলেন, রাজ কুমার সাহা(২১) এবং রাজু সাহা(২২)। তারা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্ত দিলিপ সরকার, সুকুয়া সরকার, ভূষন সরকার সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের মোথাবাড়ি থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগ ফেপন মণ্ডল নামে এক প্রতিবেশীর ঘরের সামনে সিঁদুর এবং ফুল পড়ে থাকতে দেখে গন্ডগোলের সূত্রপাত। তারা সন্দেহ করে রাজকুমারের বাড়ির লোকেরা সেই সিঁদুর এবং ফুল ফেলে তুকতাক করে। এই ঘটনা নিয়েই দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয়। বাড়িতেই ছিলেন শালক রাজ কুমার সাহা এবং জামাইবাবু রাজু সাহা। বাড়িতে নির্মাণ কাজ চলছে বলে তারা সেখানেই ছিলেন। অভিযোগ, এমন সময় বাঁশ ও ইট নিয়ে চড়াও হয় ফেকন মন্ডলের পরিবারের লোকেরা। এই ঘটনায় বাঁশ ও ইটের ঘায়ে গুরুতর জখম হন শালক ও জামাইবাবু। তড়িঘড়ি তাদের উদ্ধার করে প্রথমে বাঙ্গীটোলা গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়। সেখান থেকে তাদের স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তাদের চিকিৎসা। সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের মোথাবাড়ি থানায়। তবে কি কারণে এই ঘটনা ঘটল তা তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।