শুক্রবার, এপ্রিল ২০, ২০১৮

লালগড়ের বাঘের সাথে তুলনায় বিজেপি সভাপতি

উজ্বল বন্দ্যোপাধ্যায়

আদালত থেকে ময়দান, হিরো বিজেপি , আমরা লড়ছি ,বিজেপিই বাংলায় পরিবর্তন আনবে এমন ঘোষণা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । বুধবার সকালে বারুইপুরের পঞ্চায়েত ভোটের প্রচারে এসে একথা বলেন বিজেপির রাজ্য সভাপতি । বারুইপুরের মদারাট মাষ্টার পাড়ার মোড় থেকে  বিজেপির রোড শো র‍্যালিতে অংশ নেন বিজেপির রাজ্য সভাপতি ,হুড খোলা গাড়ীতে উঠে রাজ্য সভাপতি বিজেপি প্রার্থীদের নিয়ে সামনে বাইক মিছিল নিয়ে সিতা কুন্ডু এর আগে পর্যন্ত  র‍্যালি করেন  । রাজ্য সভাপতির সাথে  ছিলেন দক্ষিন ২৪ পরগনার জেলা সভাপতি ত্রিদিব মণ্ডল ,সম্পাদক সুনিপ দাস । র‍্যালি   উপলক্ষ্যে বারুইপুর থানার পুলিশ প্রতি মোড়ে মোড়ে মোতায়েন ছিল , পর্যাপ্ত পুলিশ ছিল নজরদারিতে যাতে র‍্যালি কে ঘিরে কোন অশান্তি না হয় । র‍্যালি মদারাট মাষ্টার পাড়ার মোড় থেকে শুরু হয়ে বটতলা , কালিতলা , নায়েবের মোড় ,আটঘড়া হয়ে সিতাকুন্ডুর আগে গিয়ে শেষ হয় । র‍্যালিতে যাবার আগে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের আরও বলেন , আদালত আর নির্বাচন কমিশন যদি সুযোগ দেয় আমাদের প্রার্থীদের মনোনয়ন দেবো , আমরা প্রস্তুত আছি , তবে আদালত যা রায় দেবে তাতে শাসকদলের কোমর ভেঙে যাবে । তৃনমূলের দম বন্ধ হয়ে গিয়েছে । আমরা পিচে থেকে ওদের হারাবো ,চার ,ছক্কা মারবো । আমরা রোদে যাচ্ছি ,তৃনমূল কংগ্রেস খালি আদালতে যাচ্ছে । আমাদের প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছি । র‍্যালি শেষে রাজ্য সভাপতি মাইক নিয়ে হুড খোলা গাড়ি থেকে জনতার উদ্দেশে বলেন , নতুন বাংলা গড়তে চাই ,নতুন বাংলা গড়তে যুবদের দায়িত্ব দিন ,গ্রাম বাংলায় আমরা উন্নয়ন করতে চাই , হিসাব দিয়ে পঞ্ছায়েতে উন্নয়ন করবো । আমাদের এক বার সুযোগ দিন ,যদি না পারি ৫ বছর পর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন ।বারুইপুরের পাশাপাশি গো চরনে ও কুলতলির জামতলায় এক জন সভা করেন বিজেপির রাজ্য সভাপতি , চরনের সভা থেকে রাজ্য সভাপতি লালগড়ে বাঘের মৃত্যুর জন্য তৃনমূল কে দায়ি করে বলেন , মানুষ কি মানুষ ,বাঘ কেও পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে ,মজা করে বলেন সুন্দরবনের বাঘ লালগড়ে কেন যে গিয়েছিল ,দিদি বলেছে জঙ্গলমহলে উন্নয়ন হচ্ছে তাই উন্নয়ন দেখতে গিয়েছিল ,আর ওরা মনে করেছে বাঘ হল বিজেপি ,মনোনয়ন  দিতে এসেছে তাই মেরে দিল । বাঘ তৃনমূলের হাতে পড়ে শেষ হয়ে গেল ,এদের হাতে বাঘও রেহাই পাচ্ছে না ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER