তথাগত চক্রবর্তী
অশান্ত বীরভূমের নলহাটি বোমা গুলি লাঠি অস্ত্র নিয়ে তান্ডব ।সিপিএমের নমিনেশন জমা দেওয়া নিয়ে তৃণমূলের সাথে মারামারি ।ফাটল বোমা চলল গুলি ।লাঠির ঘায়ে মাথা ফাটল সিপিএমের প্রাক্তন বিধায়ক রামচন্দ্র ডোমের আহত হয়েছে অনেক বাম সমর্থক ।বাদ যায়নি সাংবাদিকও।দুষ্কৃতীদের ছোরা গুলির আঘাতে আহত আনন্দবাজারের সাংবাদিক অপূর্ব চট্টোপাধ্যায়।তবে তৃণমূলের দাবি সিপিএম অস্ত্র নিয়ে মিছিল করে আমাদের আক্রমণ করে ।ঘটনাস্থলে নলহাটি থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে নিয়ন্ত্রণে আনে।