ভাস্কর ঘোষ
বৃহস্পতিবার মুর্শিদাবাদের ভরতপুর - ২ ব্লকে ডিসিআর কাটছেন তৃনমূলের গ্রামপঞ্চায়েতের প্রার্থীরা। এদিন এলাকার ৭ টি পঞ্চায়েত এলাকা থেকে প্রার্থীরা ডিসিআর কাটেন। এদিন সারা দিনেও বিরোধী রাজনৈতিক দলের কোন নেতা কর্মীর দেখা পাওয়া যায়নি। ব্লক চত্তরে ১৪৪ ধারা জারি রয়েছে। ২০০ মিটার এলাকা পর্যন্ত প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। এখানে বিরোধীদের অভিযোগ, তাদের মনোনয়ন জমা করতে আসতে দিচ্ছেনা তৃনমূলের গুন্ডারা। জোরকরে আসার চেষ্টা করা হলে তাদের ব্যপক মারধোর করে তারিয়ে দেওয়া হচ্ছে। বিরোধীদের অভিযোগকে মানতে রাজি নন শাসক দল। ভরতপুর -২ ব্লক তৃনমূলের সভাপতি মহম্মদ আজাহার উদ্দিন ( সিজার) বলেন, আমরা বিরোধীদের কোন বাধা দিচ্ছিনা। বরং তাদের মনোনয়ন জমা দিতে বলছি। আসলে ওরা প্রার্থী খুঁজে পাচ্ছেনা। তাই আসছেননা। আমাদের দলের কেউ তাদের কোনরকম মারধোর করেনি।
সালারে পুলিশের সামনেই দাপিয়ে বেড়াচ্ছে তৃনমূল।