শুক্রবার, এপ্রিল ০৬, ২০১৮

ইসলামপুরে সন্ত্রাসের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভে বিরোধীরা

ভাস্কর ঘোষ

মনোনয়ন পত্র তোলা ও জমা দেওয়ার চতুর্থ দিনেও সন্ত্রাস অব্যাহত মুর্শিদাবাদে। বৃহস্পতিবার সাড়া জেলার সঙ্গে মুর্শিদাবাদের ইসলামপুরের সন্ত্রাস চালালো শাসকশ্রেণী। এদিন রানিনগরের বিধায়ক ফিরোজা বেগম এলাকার বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র তুলতে ইসলামপুর বিডিও অফিসে যান। ব্লক চত্বর পৌঁছানোর আগেই তাদের মারধোর করে সেখান থেকে তারিয়ে দেয় শাসক দল তৃনমূলের কর্মীরা এমনটাই অভিযোগ। শুধু তাদেরই নয় সিপিএম ও বেজিপি কেউ মারধোর করে তাড়িয়ে দেয় বলে অভিযোগ। এরই প্রতিবাদে এদিন কংগ্রেস, বিজেপি ও সিপিএম একযোগে অবস্থান বিক্ষোভ করে।
    রানিনগরের কংগ্রেসে বিধায়ক ফিরোজা বেগম বলেন, তৃনমূল সারা জেলায় যা খুশি তাই করছে। বিরোধীদের মনোনয়ন পত্র জমা দিতে বাধা দিচ্ছে। এমনকি মারধোর করছে। ওরা ভয় দেখিয়ে, মারধোর করে বিরোধীদের মনোনয়ন করতে দিচ্ছে না। আর পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করছে। এটা মানা যায় না। তাই আমরা বিরোধীরা এদিন অবস্থান বিক্ষোভ করি।
       যদিও শাসক দল তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মানতে রাজি নন। জেলা তৃনমূলের মুখপাত্র অশোক দাস বলেন, বিরোধীদের পায়ের তলার মাটি সরে গিয়েছে। ওদের দলের সংগঠন শেষ হয়ে গেছে। তাই প্রচারের আলোয় আসতে আর টিভিতে মুখ দেখানোর জন্যই মিথ্যা নাটক করছে বিরোধীরা।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER