শুক্রবার, এপ্রিল ০৬, ২০১৮

মুর্শিদাবাদ জুড়েই শুধু সন্তাস

ভাস্কর ঘোষ

মনোনয়ন জমা দেওয়ার চতুর্থ দিনেও সন্ত্রাস অব্যাহত মুর্শিদাবাদে। ২ এপ্রিল থেকে শুরু হয়েছে পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়ার দিন। এদিন তা চতুর্থ দিনে পড়ল। জেলার প্রায় সকল ব্লকেই তৃনমূলের সন্ত্রাস অব্যাহত। এদিন লালবাগ ব্লকে পিএম ও কংগ্রেসের ২ জন মনোনয়ন জমা দিতে গেলে তৃনমূলের গুন্ডারা তাদের ব্যাপক মারধোর করে সেখান থেকে তাড়িয়ে দেয় বলে অভিযোগ। এই নিয়ে দফায় দফায় সংঘর্ষে উত্তেজনা ছড়াল লালবাগে। ব্লক চত্বরে মুর্শিদাবাদ থানার প্রচুর পুলিশ মোতায়েন থাকলেও, পুলিশের সামনেই বিরোধীদের মারধোর করা হয় বলে অভিযোগ। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই ঘটনা এদিন প্রথম নয়। এর আগে মঙ্গলবার বিজেপি -র জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষকেও ব্যাপক মারধোর করে তৃনমূলের কর্মীসমর্থেরা। এদিন দুপুর ১২ টা নাগাদ কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য আব্দুল নোমান তাঁর কর্মীসমর্থকদের সঙ্গে নিয়ে হরিহরপাড়া ব্লকে মনোনয়ন পত্র জমা করতে আসেন। সেইসময় তাদের মারধোর করে তৃনমূলের লোকেরা। তারা পালিয়ে যায়। কিছুক্ষন পরে এসে কংগ্রেসিরা তৃনমূল কর্মীদের গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। এই নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা দোকান পাট বন্ধ করে দিয়ে পালায়। পুলিশ হরিহরপাড়া কংগ্রেস কার্যালয়ে তল্লাসি চালিয়ে সেখান থেকে ৪ টি নাইন এম এম পিস্তল, ৩ টি ওয়ান সার্টার, কয়েকটি ম্যাগাজিন ও বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করে। যদিও অস্ত্র উদ্ধারের ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER