মানস দাস,মালদা
বেপরোয়া বাস চালানোর প্রতিবাদ করায়, এক যুবককে মারধোর দিয়ে চোখে আঘাত করার অভিযোগ উঠল বাস চালক, খালাসী ও কন্ডাকটরের বিরুদ্ধে। আক্রান্ত যুবক চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এক চোখে দেখতে পাচ্ছেননা তিনি। ঘটনাটি ঘটেছে, রতুয়া থানার বাহারাল এলাকায়, মালদা-রতুয়া রাজ্য সড়কে। তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের রতুয়া থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত যুবকের নাম,আরিফ সেখ(২৮)। বাড়ি বাহারাল এলাকায়। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় একটি চায়ের দোকানের সামনে দারিয়ে বন্ধুদের সাথে গল্প করছিলেন, আরিফ সেখ। এমন সময় রতুয়াগামী বেপরোয়া একটি বেসরকারী বাস ধাক্কা মারে তাকে। এই ঘটনার প্রতিবাদ করতেই বাস থেকে নেমে চালক, খালাসী এবং কন্ডাকটর কিল ঘুষি দিয়ে মারধোর করে বলে অভিযোগ। ঘটনার পর পালিয়ে যায় অভিযুক্তরা। এরপর স্থানীয়রা আহতকে উদ্ধার করে প্রথমে রতুয়া গ্রামীন হাসপাতালে ভরতি করে স্থানীয়রা। পরে তাকে স্থানান্তর করে হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। রতুয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।