মোহন সিং
বুধবার বারাবনি বিধানসভার অন্তর্গত নুনি গ্রাম পঞ্চায়েত থেকে প্রার্থীদের সমর্থনে প্রচার শুরু করলেন সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷প্রচার মিছিলটি নুনি মোড় থেকে লালগঞ্জ এথোড়া হয়ে জনার্দন সায়েরে গিয়ে শেষ হয়৷এদিনের প্রচার মিছিলে নিজে ঢাক বাজিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করেন কেন্দ্রীয় মন্ত্রী৷কোথাও গাড়ি থেকে নেমে ভোটারের হাতে পদ্মফুল তুলে দিতেও দেখা গেছে কেন্দ্রীয় মন্ত্রীকে৷এদিনের প্রচারে প্রার্থীদের সাথে উপস্থিত ছিলেন বিজেপির মহিলা সেলের নেত্রী ও আইনজীবী প্রিয়াঙ্কা টিবরিওয়াল৷