মোহন সিং
এদিন আসানসোল পুরসভার পক্ষ থেকে গুপ্তা কলেজ মোড় থেকে প্রভাতফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়৷এরপর রবীন্দ্রভবন সংলগ্ন রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করেন আসানসোলের মহানাগরিক জীতেন্দ্র তিওয়ারী,এম আই সি অভিজিৎ ঘটক সহ আরো অনেকে৷রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে এদিন সংহতি মঞ্চে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷যেখানে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন৷