ওয়াসিম বারি
"শুভ্রাংশু তৃনমূলের বিধায়ক হওয়া স্বত্তেও এই পঞ্চায়েত নির্বাচন ঘিরে যে কর্মযজ্ঞ চলছে, দলের সমস্ত বিধায়ক, মন্ত্রী, এমপি, সকলেই পঞ্চায়েত নির্বাচনের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, সেখানে মুকুল পুত্র এই সময় তার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে ঘরে বসে আছে।তৃনমূলের বিধায়ক হয়েও ও যেই কাজ টা করছে সেটা অনৈতিক "। ----বুধবার রাতে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার কাশীপুরের তৃনমূল প্রার্থীদের সমর্থনে একটি প্রচারে গিয়ে সাংবাদিকদের সঙ্গে এ কথাই বললেন রাজ্যের খাদ্য ও খাদ্য সরবরাহ মন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলার তৃনমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক । এছাড়া তিনি আরও বলেন, "সিপিএম এখন ক্ষয়িষ্ণু দলে পরিণত হয়েছে। আগামী কুড়ি বছরের মধ্যে জীবাশ্মে পরিনত হবে। সেই সিপিএম এখন বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে"। এছাড়া মন্ত্রী চ্যালেঞ্জ করে বলেন, " এই জেলায় ১৯৯ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটি পূর্ণাঙ্গ পঞ্চায়েত পাবে না বিজেপি ও সিপিএম"। মুকুল রায় কে কটাক্ষ করে তিনি আরও বলেন, " মুকুল রায় তৃণমূল থেকে সব সুযোগ সুবিধা নিয়ে বিজেপি তে গিয়েছে, তার কাছে নাকি এই জেলার সব পঞ্চায়েত হাতের তালুর মতো পরিষ্কার । যদি তাই হয়, তাহলে এই জেলার মধ্যে দু হাজার আসনে বিজেপি প্রার্থী দিতে পারেনি । এটা মুকুল রায়ের ব্যার্থতা"।