শ্যামল রায়
বুধবার ফের পূর্বস্থলী ২ নম্বর ব্লকের চারটি বুথে পুনর্নির্বাচন হয় । বিরোধীদের অভিযোগ যে এই চারটি বূথেই পুলিশ আর শাসকদলের লোকজনেরা বুথ দখল করে ছাপ্পা ভোট করিয়ে নিয়েছে। বিরোধীদের এই ধরনের অভিযোগ নস্যাৎ করে দিয়ে শাসক দলের নেতারা দাবি করেছেন যে বিরোধীদের মিথ্যা অভিযোগ। ব্যাপক কড়া পুলিশি পাহারার মধ্যে দিয়ে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোন প্রকার রিগিং বুধবারের ঘটনা ঘটেনি। এদিন
৬৯ চাঁদপাড়া রাজবংশী প্রাথমিক বিদ্যালয়,১০৩ ধীতপুর প্রাথমিক বিদ্যালয়ে , ১০৮ সরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে ও ১০৯ নম্বর সরডাঙ্গা এপিএস প্রাথমিক বিদ্যালয়ে পুন নির্বাচন অনুষ্ঠিত হয়।অভিযোগ ছিল যে নির্বাচনের দিন এই সকল বুথেছাপ্পা ভোট ব্যালটবাক্স পোড়ানোর অভিযোগে পুনঃনির্বাচন হল।
জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপুল দাস পঞ্চায়েত সমিতির প্রার্থী তাপস দে তপন চট্টোপাধ্যায় পংকজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে৮০ শতাংশের উপরে ভোট পড়েছে। ভোটকে কেন্দ্র করে কোনরকম গণ্ডগোল অপ্রীতিকর ঘটনা ঘটেনি।সিপিআইএম নেতা তথা স্থানীয় বিধায়ক প্রদীপ সাহা জানিয়েছেন ভোটের প্রথম দিন থেকেই শাসকদলের সন্ত্রাসে ঐ সমস্ত এলাকা থেকে আমাদের কর্মী সমর্থকরা বাড়িছাড়া । কেউ কেউ সাহস নিয়ে এলাকায় থাকলেও ভোটের দিন ভোটগ্রহণ কেন্দ্রে কাউকেই যেতে দেয়নি শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে দাপিয়ে বেড়িয়েছে । ছাপ্পা ভোট করিয়ে শান্তির কথা বলছে শাসক দলের নেতারা । মহকুমাশাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন যে শান্তিপূর্ণভাবে ভোট নির্বিঘ্নে শেষ হয়েছে ।