ওয়াসিম বারি
উত্তর ২৪ পরগানার বাদুড়িয়া থানার যদুরহাটী উত্তর গ্রাম পঞ্চায়েতের পঞ্জী এফ.পি স্কুলে গতকাল বিকাল ৫ টা অবধি নির্বিঘ্নে ভোট প্রক্রিয়া সম্মন্ন হওয়ার পর ৩০/৪০ জনের দুস্কৃতি দল এসে কর্ত্যব্যরত পুলিশ কর্মীদের মারধোর কোলরে ব্যালট বক্স লুঠ করে জালিয়ে দেয়। এ ধরনের ঘটনা বাদুড়িয়া ব্লকের আরো ৫ জায়গাতে ঘটেছে ৷বাদুড়িয়া থানার ভারপ্রাপ্ত অধিকারিক বাপ্পা মিত্রের নেত্রীত্বে ৬ টি বুথে বিশাল পুলিশ বাহিনী মোতায়েম করে ও এলাকা টহল দিয়ে আজ সেই ৬ টি ভোট গ্রহন কেন্দ্রে পুনর্ণির্বাচন হচ্ছে ৷ এই ভোট গ্রহন কেন্দ্রের মধ্যে পড়ে ১১০ পঞ্জী মামুদপুর এফ পি স্কুল , ১৪১ ইশ্বরী গাছা এস এস কে স্কুল , ১৫৯ শ্রীরামপুর এফ পি স্কুল (রুম-১) , ১৬০ শ্রীরামপুর এফ পি স্কুল (রুম-২) , ১৬৪/১ নভেস্তিয়া শহীদ ক্ষুদিরাম এফ পি স্কুল (রুম-১) ও ১৬৪/২ নভেস্তিয়া শহীদ ক্ষুদিরাম এফ পি স্কুল (রুম-২) , প্রশাসনের তরফ থেকে জানান হয়েছে ভোট প্রকৃয়া শান্তিপূর্ণ ভাবে সম্পর্ণ হয়েছে ৷