সৈয়দ রেজওয়ানুল হাবিব
কওসার আলি ঢালী মরা মুরগী কান্ডের অন্যতম অভিযুক্ত ।গত একমাস যাবত সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে গা ঢাকা দিয়েছিল।গত ২৭শে এপ্রিল এয়ারপোট থানার পুলিশ এই অভিযুক্তের ব্যবসায়ী প্রতিষ্ঠান লেকটাউনের ঢালী চিকেন সেন্টার বন্ধ করলেও তার কোন হদিস পাইনী।পরবর্তীতে তার মোবাইল নং লকেট করে গতকাল রাতে হাসনাবাদ থানার মোহনপুরের ধুলা টুকারী-গ্রামের রুহুল আমিন মণ্ডলের বাড়ী থেকে কওসার আলী ঢালী কে আটক করে এয়ারপোট থানার পুলিশ।অাজ তার শরীরের ডাক্তারী পরীক্ষা করে ব্যারাকপুর আদালতে তুলে পুলিশ হেফাজতের আবেদন করায়, আদালত ১৪ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে |