শ্যামল রায়
শান্তিপুরে বাড়িতে ঢুকে এক বিজেপি কর্মীকে এলোপাতাড়ি গুলি করে খুন করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে। মৃত বিজেপি কর্মীর নাম বিপ্লব ঠিকাদার বয়স ৪৫। বাড়ি শান্তিপুরে। মৃতের পরিবারের তরফ থেকে শান্তিপুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগ পেয়ে অমল হালদার ও রথীন দেবনাথ নামে দুইজনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার রানাঘাট মহকুমা আদালতে পাঠায়। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই দফায় দফায় বিভিন্ন রাস্তা অবরোধের নামে বিজেপি কর্মী-সমর্থকরা। মৃতদেহটি এদিন ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে যে বুধবার রাতে কয়েকজন তৃণমূল আসিত দুষ্কৃতীরা বাড়িতে ঢোকে এবং বিপ্লব ঠিকাদারকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় গুলিতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বিপ্লব ঠিকাদার। এই ঘটনার প্রতিবাদে সরব হন স্থানীয় বিজেপি কর্মীসমর্থকরা।এদিন ১২ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয় বিজেপির তরফ থেকে বিজেপির জেলা সম্পাদক মহাদেব সরকার রাজ্য সম্পাদক রাজীব জানিয়েছেন যে যত বিজেপির শক্তি বৃদ্ধি পাচ্ছে ততটাই ক্ষিপ্ত হয়ে উঠছে শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা পরিকল্পনামাফিক গুলি করে খুন করলো সক্রিয় বিজেপি কর্মী বিপ্লব শিকদারকে।এলাকায় পুলিশ টহল চলছে। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।