সৈয়দ রেজওয়ানুল হাবিব: ১১ই জানুয়ারী শুক্রবার দুপুরে উত্তর ২৪ পরগনা জেলার কাছারি ময়দানে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধনে পাশাপাশি ২৩ তম যাত্রা উৎসবের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যদি কংগ্রেসের জন্য এক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার তৈরি হয় ,তাহলে বিজেপির জন্য রচিত হওয়া উচিত ডিজেষ্টার প্রাইম মিনিস্টার ৷ আজ বারাসাতে যাত্রা উৎসবের সূচনা করে নাম না করে এভাবেই বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ৷ তার আরও সংযোজন কোন কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে দেখলে ভয়ের সঞ্চার হয়, গব্বর সিং কে মনে পরে ৷ চারিদিকে ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে বলে জানান তিনি। আর বন্ধের দিনে স্কুল বাসে আক্রমণ প্রসঙ্গে বামেদের কটাক্ষ করেন তিনি ৷ দেশে আইনের শাসন নেই, চারিদিকে আয়কর নিয়ে চলছে আগ্রাসন ৷এমনকি ধর্মীয় জিগির তোলা যে হচ্ছে সেদিকে আলোকপাত করেন তৃণমূল সুপ্রিমো ।