মোহন সিং ,
বারাবনি তৃণমূলের উপপ্রধান জিতেন্দ্র কুমার এর ওপর হামলা তিনি হাসপাতাল চিকিৎসাধীন ঘটনাটা ঘটেছে শুক্রবার রাতে হামলার অভিযোগ বিজেপির দিকে। আসানসোলের মেয়র জানান - বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় প্রচার চলাকালীন উনার সামনেই আমাদের কর্মী কে মারা হলো তিনি কোন পদক্ষেপ নেয়নি, তাই বুঝা যাচ্ছে যে বিজেপি আসানসোল কে অশান্ত করার চেষ্টা করছে অন্যদিকে বাবুল সুপ্রিয় জানান তৃণমূলের এই লোকটা আমার ওপরে হামলা চালাবার জন্য এসেছিল তাই আমার কর্মী-সমর্থকরা ওকে ধরে ফেলে।