কৌশিক গাঙ্গুলি ,
আবারও আক্রমনাত্মক অনুব্রত মন্ডল, এবার তিনি বিরোধীদের নাম না করে তাদেরকে চোর বলে কটাক্ষ করলেন, নির্দেশ দিলেন "গ্রামে শহরে চোর ঢুকছে, চোর ঢুকলে ছারবেন না, মেরে হাত পা ভেঙে দিন।তারপর আমরা দেখবো"।
আজ বীরভূমের রাজনগরে একটি জনসভা করেন অনুব্রত মন্ডল এছাড়াও সিউড়ি শহরে একটি হুড খোলা গাড়ি তে করে মিছিল করেন তিনি।। আর এই সভা আর রোড শো এর পর তিনি বিরোধীদের আক্রমন করেন।। তিনি বলেন, গ্রামে শহরে সন্ধ্যে রাত্রে চোর ঢুকছে সেই চোর দের মেরে হাত পা ভেঙে দেবেন।। যদিও, চোরের সরাসরি তিনি কনো বিশ্লেষন দেন নি।। তিনি সাংবাদিক দের প্রশ্নের উত্তরেও বলেন, চোর যদি কনো এলাকায় ঢোকে তাহলে মানুষ ছেরে দেবে? ভাবছেন কি খুব শ্রীর্ঘই দেখবেন শুরু হয়ে যাবে ভাঙাভাঙি।। তাছড়াও, সাংবাদিক রা প্রশ্ন করেন যে চোর আটকাতে যদি কেন্দ্রীয় বাহিনী যদি পাহাড়া দেয়? তখন অনুব্রত বাবু বলেন যে, কেন্দ্রীয় বাহিনী নিরেপেক্ষ ভোট করাতে এসেছে যদি দালালি করে মানুষ দালালি ছাড়িয়ে দেবে।।