সোমবার, অক্টোবর ২১, ২০১৯

বসিরহাটে সংখ্যালঘু যুব ফেডারেশন সভা সারলো

সৈয়দ রেজওয়ানুল হাবিব   

বসিরহাটে আশার আলো অনুষ্ঠান গৃহে সংখ্যালঘু যুব ফেডারেশনের বসিরহাট সাংগঠনিক জেলার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় আজ ২০শে অক্টোবর। সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্তের ব্লক নেতৃত্ব অংশগ্রহণ করেন৷ তৃণমূল স্তরে সংগঠনকে মজবুত করতে সংগঠনের জেলা এবং কেন্দ্রীয় নেতৃত্বরা কর্মীদের মনোবল বাড়িয়ে এগিয়ে চলার অনুপ্রেরণা দেন এবং ব্লক ও পঞ্চায়েত স্তরে সংগঠনকে মজবুত করতে ব্লক নেতৃত্ব দের আরো বেশি সক্রিয় হওয়ার উপর জোর দেন ৷বর্তমান প্রেক্ষাপটে এনআরসি বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে আগামী ২২শে অক্টোবর বারাসাতে দলিত মুসলিম মতুয়া আদিবাসীদের যৌথ উদ্যোগে গঠিত নাগরিক সুরক্ষা মঞ্চের মিছিল ও ডেপুটেশনে যোগ দেওয়ার আহ্বান জানান সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা কামরুজ্জামান । সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে আহলে হাদিসের পশ্চিমবাংলার রাজ্য সম্পাদক আলমগীর সরদার, উপস্থিত ছিলেন সংখ্যালঘু যুব ফেডারেশন এর সহ-সম্পাদক হাফেজ নাজমুল আরেফিন, কোষাধক্ষ্য বাবরহোসেন, বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি আইনজীবী আবদুল হান্নান ,সম্পাদক আহসানুল ইসলাম গবেষক কেন্দ্রীয় ও জেলা স্তরের বিভিন্ন নেতৃত্ব৷

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER