মঙ্গলবার, অক্টোবর ২২, ২০১৯

ধর্ষক - খুনি বাইরে, কদম্বগাছিতে জনপ্রতিবাদ

ওয়াসিম বারি  

দত্তপুকুর থানার কদম্বগাছি কড়েয়া শিবতলা এলাকায়  ১৯ সে সেপ্টেম্বর বছর পাঁচেকের নাবালিকা মেয়েকে ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করে থানায়  এলাকার সাধারণ মানুষ এক মাস পেরিয়ে গেলেও এখনো কোন অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ।দোষী্দের গ্রেফতারের দাবিতে ফাঁড়ির সামনে টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে

দত্তপুকুর থানার কদম্বগাছি কড়েয়া শিবতলা এলাকায় গত ১৯ সে সেপ্টেম্বর পাঁচ বছর বয়সের এক নাবালিকাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তিনদিন ধরে। নিখোঁজ  ডাইরি করে পরিবার। তিন দিন পর বাড়ি থেকে প্রায় চারশো মিটার দুরে ঝোপের পাশে একটি ডোবা থেকে উলঙ্গ অবস্থায় ভাসতে দেখে এলাকার সাধারণ মানুষ তাদের দাবি ছোট মেয়েটিকে  ধর্ষণ করে খুন করে ডোবায় ফেলে দিয়েছিল ধর্ষকরা । এলাকার সাধারণ মানুষ দত্তপুকুর থানার কদম্বগাছি ফাঁড়িতে বেশ পাঁচ থেকে ছ জনের নামে অভিযোগ দায়ের করে । এক মাস কেটে গেলেও কোন অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি তার প্রতিবাদে কদম্বগাছি এলাকা থেকে পাঁচ ছশো পুরুষ ও মহিলা মিলিয়ে ব্যানার ফেস্টুন নিয়ে টাকি রোড মিছিল করে ও অবরোধ শুরু করে কদম্বগাছি পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে । সাধারণ মানুষের দাবি দোষীদের কে গ্রেফতার করে কঠিন তম সাজা দিতে হবে । ঘন্টা ডেরেক অবরোধ বিক্ষোভ চলার পর দোষীদের গ্রেফতার করা হবে পুলিশের কাছে এই আশ্বাস পাওয়ার পর অবরোধ ওঠে

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER