বুধবার, অক্টোবর ২৩, ২০১৯

বিজয়া সম্মিলনী আয়োজন করলো মেমারি ১ নং পঞ্চায়েত সমিতি

সেখ সামসুদ্দিন
 
আজ মেমারি ১ পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের উদ্যোগে পুজো পরিক্রমার পুরস্কার বিতরণী ও বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয় ব্লকের মুক্ত মঞ্চে।  উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক সুদীপ ঘোষ, বিডিও বিপুল কুমার মন্ডল, জয়েন্ট বিডিও উজ্জ্বল সর্দার, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, বিশিষ্ট সমাজসেবী, শিক্ষাবিদ ও পঞ্চায়েত সমিতির সদস্য মধুসূদন ভট্টাচার্য সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও সদস্যগণ, জেলা পরিষদের দুই সদস্যা মনিকা রায় ও চাঁদমণি মুরমু, সকল বিচারক মন্ডলী, পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানগণ এবং ব্লকের ১১২টি পুজো কমিটির সদস্যগণ। এদিন ব্লকের সেরার সেরা প্রথম পুরস্কার গ্রহণ করেন পাল্লা রোড পল্লীমঙ্গল সমিতির সম্পাদক সন্দীপন সরকার। দ্বিতীয় সেরার সেরা নিমো বটতলা পুজো কমিটি, তৃতীয় সেরার সেরা সরমস্তপুর যুব সংঘ বারোয়ারী পুজো। ব্লকের মহিলা পরিচালিত সেরা পুজো এল এন্ড টি অফিসপাড়া মাতৃমঙ্গল সার্ব্বজনীন পুজো। ব্লকের সেরা প্যান্ডেল সরমস্তপুর যুব সংঘ, সেরা সচেতনতা মল্লিকাপুর বারোয়ারী, সেরা প্রতিমা রসুলপুর বেলতলা, সেরা পরিবেশ নিশিড়াগড় বারোয়ারী, আলোকসজ্জায় গন্তার খেয়ালী সংঘ এবং সেরা ব্যবহারে শুঁড়ো দুর্গাপুর। এবার পঞ্চায়েতের সেরা গন্তার ১ এর চন্ডীতলা, গন্তার ২ এর অন্নপূর্ণা পাঠাগার, নিমো ১ এর সুকান্তপল্লী ছানাপুকুর, নিমো ২ মহেশডাঙ্গা উদয় সংঘ, দলুইবাজার ১ এর দলুইবাজার উত্তরপাড়া, দলুইবাজার ২ পাল্লারোড ক্যাম্প, আমাদপুরের আমাদপুর সার্ব্বজনীন পুজো, দেবীপুরের ইছাবাছা সার্ব্বজনীন, দুর্গাপুরের এম এম বসু বারোয়ারী, বাগিলার নুদীপুর বারোয়ারী পুজো। এছাড়াও পাঁচটি উৎসাহ পুরস্কার দেওয়া হয় যথাক্রমে কালসি মা জগৎগৌরী সংঘ, দেবীপুরের সীতারামবাটী বারোয়ারী, নিমো ২ এর মহেশডাঙ্গা গ্রাম বারোয়ারী, দুর্গাপুরের বিরশিমুল আদি বারোয়ারী, এবং গ্রাম দেবীপুরের মধ্যমপাড়া পুজো কমিটি।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER